এখনো ধরাছোঁয়ার বাইরে যুবলীগ নেতা জসিম
নিজস্ব প্রতিবেদক
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা শাটডাউন সফল করার লক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের দিয়ে ঝটিকা মিছিল করার পরও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন যুবলীগ নেতা জসিম উদ্দিন।
জানা যায়, সম্প্রতি যুবলীগ নেতা জসিম উদ্দিন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের দিয়ে ঝটিকা মিছিল করিয়েছেন। ওই মিছিলের একটি ভিডিও বাংলাদেশ আওয়ামী যুবলীগের ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড করা হয়।
যুবলীগ নেতা জসিম উদ্দিন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সৈয়দ আহমদের পুত্র।
স্থানীয়দের অভিযোগ, ঝটিকা মিছিল ছাড়াও দীর্ঘদিন ধরে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকা সত্ত্বেও তাকে আইনের আওতায় আনা যাচ্ছে না। এতে করে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি সংঘটিত কয়েকটি ঘটনায় জসিম উদ্দিনের নাম উঠে আসে। স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে ভুক্তভোগীদের অভিযোগ— জসিমের প্রভাবশালী অবস্থানের কারণে অনেকে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। তিনি পলাতক আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অর্থের যোগান দিচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, আওয়ামী লীগের পতনের পর থেকে বিভিন্ন ঘটনার সঙ্গে তার নাম জড়ালেও তাকে আটক করা হচ্ছে না। এতে মনে হচ্ছে কেউ একজন তাকে আড়াল করছে। আমরা সাধারণ মানুষ তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবী জানাচ্ছি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সচেতন নাগরিকরা বলছেন, একটি ব্যক্তিকে কেন্দ্র করে এলাকায় অস্থিরতা তৈরি হওয়া উদ্বেগজনক। তারা দ্রুত তদন্ত শেষ করে দায়ীদের গ্রেপ্তার ও বিচারিক প্রক্রিয়ায় আনার দাবি জানান।