
চট্টগ্রাম ১৫ আসনে বিএনপির মনোনয়নের দাবীতে বিশাল গণমিছিল আলহাজ্ব মজিবুর রহমানের পক্ষে।
মুহাম্মদ ফরিদ উদ্দীন,
সাতকানিয়া (চট্টগ্রাম) :
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) সংসদীয় আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মুজিবুর রহমান চেয়ারম্যানের সমর্থনে সাতকানিয়ায় বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার কেরানীহাট সি-ওয়ার্ল্ড রিসোর্ট থেকে গণমিছিল শুরু হয়ে কেরানীহাট–বান্দরবান সড়কের মাথায় এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাতকানিয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি হাজী রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুজিবুর রহমান চেয়ারম্যান। সমাবেশ পরিচালনা করেন যুবনেতা সোলাইমান বাবুল।
সমাবেশে আরও বক্তব্য রাখেন— উত্তর সাতকানিয়া সাংগঠনিক বিএনপির আহ্বায়ক পদপ্রার্থী আবুল হোসেন, বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জামাল হোসেন, সাবেক ছাত্রনেতা আবদুর রহিম, পৌরসভা বিএনপি নেতা এরশাদুল হক চৌধুরী তসলিম, গাজী ফোরকান, জেলা যুবদলের সহসভাপতি শফি, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন, সাতকানিয়া উপজেলা যুবদল আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াছ, সাবেক সভাপতি ফরিদুল আলম, বিএনপি নেতা জসিম উদ্দিন, পৌরসভা বিএনপি নেতা নুরুল আবসার, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মিজানুর রহমান, যুবদল নেতা আবুল কাশেম আজাদ এবং পৌরসভা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান প্রমুখ।
বক্তারা বলেন, “সাতকানিয়া–লোহাগাড়া আসনে তৃণমূল বিএনপির প্রত্যাশা—মুজিবুর রহমান চেয়ারম্যানকে মনোনয়ন দেওয়া হোক। দলের দুর্দিনে তিনি সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। সরকারি নিপীড়ন, মামলা-হামলা ও মৃত্যুঝুঁকি উপেক্ষা করে দলের সব কর্মসূচিতে অংশ নিয়েছেন। বিএনপি করতে গিয়ে তিনি হামলার শিকারও হয়েছেন। তাঁকে মনোনয়ন দিলে এ আসন পুনরুদ্ধার করা আরও সহজ হবে। তৃণমূলের বিশ্বাসের প্রতীক এখন মুজিবুর রহমান।”