কেরানীহাট জামেউল উলুম ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার নব গঠিত পূর্ণাঙ্গ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) বিকাল ৩ ঘটিকা হতে সন্ধ্যা ৬ ঘটিকা পর্যন্ত মাদরাসা মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি মুহাম্মদ জাকারিয়া, সহ-সভাপতি মাওলানা আব্দুল মালেক, সদস্য সচিব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ (সহ-অধ্যাপক) শফিউল আলম নূরী, দাতা সদস্য শিল্পপতি মাইনুদ্দিন, প্রতিষ্ঠাতা ক্যাটাগরির সদস্য মাস্টার জি এম সিরাজুল মোস্তফা, চিকিৎসক ক্যাটাগরির সদস্য ডা. খোরশেদ আনোয়ার, শিক্ষক প্রতিনিধি সহ- অধ্যাপক মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ, প্রভাষক মুহাম্মদ জাহেদুল হক, সিনিয়র শিক্ষক মো. মোজাম্মেল হক, বিদ্যোৎসাহী সদস্য অধ্যক্ষ হোসাইন আল হিশাম জাবেদ, এডভোকেট নজরুল ইসলাম, ব্যাংকার আব্দুর রহিম, অভিভাবক প্রতিনিধি মাওলানা হারুনুর রশিদ ও মোহাম্মদ রফিক। (সহ-সভাপতি মাওলানা আব্দুল মালেক অভিভাবক ক্যাটাগরিতে মনোনীত। তিনি কেঁওচিয়া মুজহেরুল হক ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার।)
উল্লেখ্য, অত্র মাদরাসাটি দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানিহাটের প্রাণকেন্দ্রে কেঁওচিয়া ইউনিয়ন এলাকায় ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়।
নব গঠিত কমিটির সভাপতি মুহাম্মদ জাকারিয়া কেঁওচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাদার বাড়ী গ্রামের সম্ভ্রান্ত ব্যবসায়ী মরহুম ইউসুফ সওদাগরের পুত্র। তিনি ছাত্র জীবনে একজন তুখোড় মেধাবী ছাত্রনেতা ছিলেন। বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিদ্যোৎসাহী সদস্য হোসাইন আল হিশাম জাবেদ অত্র মাদরাসার প্রাক্তন ছাত্র এবং বর্তমানে সাতকানিয়া পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও সাতকানিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক।