
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় শ্রমজীবী মানুষের দ্বারা গঠিত সরকার অনুমোদিত সাতকানিয়া একতা ট্রাক্টর মালিক শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড(নিবন্ধন নং-২০২৪.০১.১৫৮২-০১০৬) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮নভেম্বর মঙ্গলবার দুপুরে সাতকানিয়া উপজেলার কালিয়াশ ইউনিয়নে অবস্থিত মৌলভীর দোকানের উত্তর পাশে রসুলাবাদ রাজমহল ক্লাবে অত্র সংগঠনের সভাপতি জামাল কোম্পানির সভাপতিত্বে, কেরানি হাট সিএনজি মালিক ও চালক সমিতির সাংগঠনিক সম্পাদক আবুল কালামের সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবন শৈলশোভা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক ও বিশিষ্ট শ্রমিক নেতা সালাহ উদ্দিন , প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিএনজি মালিক ও চালক সমিতির চট্টগ্রাম শাখার সিনিয়র সহ সভাপতি জামাল উদ্দিন ও , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাল কোম্পানি, ইউপি সদস্য মোস্তাক আহমদ,বিশিষ্ট সমাজকর্মী মোস্তাক আহমদ,বিশিষ্ট সমাজকর্মী জহির উদ্দিন, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেরানি হাট হাইস মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন কোম্পানি,অত্র সংগঠনের সাধারণ সম্পাদক দিদার কোম্পানি,
এছাড়া আরো উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সদস্য কামাল কোম্পানি,জসিম কোম্পানি,আবু হানিফ কোম্পানি,জকরিয়া কোম্পানি,আলমগির কোম্পানি,নাছির কোম্পানি,মহি উদ্দিন কোম্পানি, নজরুল কোম্পানি,মহি উদ্দিন কোম্পানি,আবু ছৈয়দ কোম্পানি,কেরানি হাট হাইচ, নোহা কার সমিতির সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজকর্মী মোহাম্মদ সাদমান হোসেন শাওন,মিনু কোম্পানি,আবু ছৈয়দ,,জোবায়ের, কামাল কোম্পানি ও আজিজ কোম্পানি প্রমুখ।
অত্র সমিতির কার্যকরী পরিষদের সদস্যরা হলেন
সভাপতি আবু ছালেক,সহ সভাপতি মোস্তাক আহমদ,সম্পাদক দিদারুল আলম,কোষাধ্যক্ষ মোহাম্মদ মোরশেদ,ব্যবস্থাপনা সম্পাদক যথাক্রমে আবুল বশর,আরাফাত ইসলাম, ফজল করিম,মোহাম্মদ জসিম,মোহাম্মদ জসিম,মোহাম্মদ নাছির,মোহাম্মদ আলমগির, রিদুয়ান হোসেন ও লোকমান হোসেন প্রমুখ।