
সাতকানিয়ায় ক্যান্সার রোগীর বাড়িতে তারেক রহমানের সহায়তা পৌঁছে দেন জামাল হোসেন।
মুহাম্মদ ফরিদ উদ্দীন, সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের সাতকানিয়ায় ক্যান্সারে আক্রান্ত এক নারীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের আফজাল নগর ৪নং ওয়ার্ডে ক্যান্সার আক্রান্ত জেসমিন আকতারের বাড়িতে গিয়ে সহায়তা প্রদান করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতকানিয়া উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক, চট্টগ্রাম–১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জামাল হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন— সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরুল কবির, সাবেক প্রচার সম্পাদক আবুল কাসেম, সাবেক যুব বিষয়ক সম্পাদক দিদারুল হক চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সহায়তা প্রদানকালে দলীয় নেতা জামাল হোসেন বলেন,
“আমরা দোয়া করি— জেসমিন আকতার দ্রুত আরোগ্য লাভ করুক। চিকিৎসার প্রতিটি ধাপে আমরা তার পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করব।”
সহায়তা পেয়ে আবেগাপ্লুত জেসমিন আকতার বলেন,
“আমি দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছি। চিকিৎসার ব্যয় বহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। আজ যে সহযোগিতা পেয়েছি, তা আমার জন্য বড় সহায়তা। জনাব তারেক রহমান ও সাতকানিয়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
নেতৃবৃন্দ জানান, মানবিক সহায়তার এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।