
সাতকানিয়ার নলুয়া ইউনিয়নে জায়গা দখলের অপচেষ্টা ও মামলা তুলে নিতে হুমকি, প্রতিবাদে সংবাদ সম্মেলন
সাতকানিয়া প্রতিনিধি।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রুস্তম পাড়ায় এক গৃহবধূকে কুপিয়ে জখম করে জোরপূর্বক জায়গা দখলের অপচেষ্টা ও এ ঘটনায় দায়েরকৃত মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।
বৃহস্পতিবার (৬ নম্বভের) বিকেল ৪টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান সংলগ্ন একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন মনজুরা বেগম।
এ সময় তিনি অভিযোগ করে বলেন, বেশ কয়েকমাস আগে মো. দিদারের নেতৃত্বে হোসেন আরা বেগম, মরিয়ম বেগম ও মুহিদুল আলমসহ অজ্ঞাত ৫ থেকে ৬ জন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমাদের বসতঘরের জায়গা জোরপূর্বক দখলের অপচেষ্টা চালায়। এ সময়ে আমি তাদেরকে বাধা প্রদান করলে তারা আমার মাথায় দা দিয়ে কোপ দেন। তখন আমি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে আমার স্বামী আলী আহমদ ও ছোট মেয়ে আলিমুন সুলতানা সানিতা আমাকে উদ্ধার করতে এগিয়ে আসেন। এ সময় অভিযুক্তরা তাদেরকেও লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করেন। এতে আমার ছোট মেয়ের হাত ভেঙে যায়।
তিনি আরও বলেন, পরবর্তীতে এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আমি বাদী হয়ে চট্টগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছি। ফলে অভিযুক্তরা মামলা তুলে নিতে আমাকে ও আমার পরিবারের সদস্যদের প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি প্রদান করছে। এ ছাড়াও তারা আমাদের জায়গাটি পুনরায় দখলের অপচেষ্টায় লিপ্ত হয়েছে। এ ঘটনায় আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি এবং আমাদের উপর হামলাকারীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এ বিষয়ে জানতে অভিযুক্ত মুহিদুল আলমের সাথে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মাহমুদ কাউসার হোসেন বলেন, আদালত থেকে এখনো পর্যন্ত আমাদের নিকট কোনো কাগজপত্র আসেনি। মামলার কাগজপত্র হাতে পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।