
সাতকানিয়ায় এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পৌর বৃত্তি প্রদান।
মুহাম্মদ ফরিদ উদ্দীন, সাতকানিয়া (চট্টগ্রাম)
সাতকানিয়া উপজেলাধীন শিক্ষা প্রতিষ্ঠান হতে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক আলিম সমমান পরীক্ষায় A+ প্রাপ্তদের কৃতি সংবর্ধনা ও পৌর বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) সকাল ১১ টার দিকে পৌরসভার আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন হল রুমে এই অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান। বিশেষ অতিথি সাতকানিয়া সহকারী কমিশনার ভুমি মো. সামছুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার আসিষ বরণ দেব, পৌর নির্বাহী প্রকৌশলী গৌতম দাশ, যুব উন্নয়ন অফিসার সামছুউদ্দিন, পৌর স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবদুল বারি, কর নির্ধারক আ ন ম শমছুল ইসলাম, অফিস সহায়ক আবদুল মজিদ পুতুল সহ বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীরা।
এতে সভাপতিত্ব করেন সাতকানিয়া পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম ও সঞ্চালনায় পৌর প্রশাসনিক কর্মকর্তা প্রিয় তুস চৌধুরী।