1. info@chittagongtopnews.online : চট্টগ্রাম শীর্ষ নিউজ : চট্টগ্রাম শীর্ষ নিউজ
  2. info@www.chittagongtopnews.online : চট্টগ্রাম শীর্ষ নিউজ :
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশের অভিযানে এক লক্ষ পিস ইয়াবা টেবলেট ও একটি প্রাইভেটকার ও মোবাইল উদ্ধার। চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনের চট্টগ্রাম শহরে অবস্থানরত জনশক্তিদের নিয়ে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত সাতকানিয়া থানা পুলিশের চৌকস দল ৪ ঘন্টায় পিতা হত্যার আসামি পুত্র রিয়াদকে আটক করে। সাতকানিয়ায় পুত্রের হাতে পিতা খুন সাতকানিয়ায় অভিন্ন কৌশলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বাঁচতে গিয়ে নিজে পুলিশের ফাঁদে আটক। চট্টগ্রামের হালিশহরে এলোপাতাড়ি ছুরিকাঘাতে যুবক নিহত। চন্দনাইশে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি নিয়ে চাচার বিরুদ্ধে ভাতিজার অভিযোগ সাতকানিয়ার নলুয়া ইউনিয়নে জায়গা দখলের অপচেষ্টা ও মামলা তুলে নিতে হুমকি, প্রতিবাদে সংবাদ সম্মেলন সাতকানিয়ায় এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পৌর বৃত্তি প্রদান। লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে নকল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তৈরির সঙ্গে জড়িত ৩ জন প্রতারক গ্রেফতার ও আলামত উদ্ধার

লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে নকল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তৈরির সঙ্গে জড়িত ৩ জন প্রতারক গ্রেফতার ও আলামত উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে নকল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তৈরির সঙ্গে জড়িত ৩ জন প্রতারক গ্রেফতার ও আলামত উদ্ধার

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম-বার এর সার্বিক দিকনির্দেশনায়, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলাম সিদ্দিকী এর তত্ত্বাবধানে এবং জনাব মোঃ আরিফুর রহমান, অফিসার ইনচার্জ, লোহাগাড়া থানার নেতৃত্বে নকল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রস্তুত চক্র সনাক্ত ও গ্রেফতারে একাধিক বিশেষ অভিযান পরিচালিত হয়।

গত ৩ নভেম্বর ২০২৫ খ্রি. রাত ২১.২০ ঘটিকায় এসআই (নিরস্ত্র) গোবিন্দ্র চন্দ্র দাস ও সঙ্গীয় ফোর্স আমিরাবাদ বাজার এলাকায় ডিউটিরত অবস্থায় গোপন সূত্রে জানতে পারেন যে, আমিরাবাদ ইউনিয়নের কাজিরপুকুর পাড় দোহা বিল্ডিং-এ আলমগীর নামের এক ব্যক্তি নকল পুলিশ ক্লিয়ারেন্স তৈরি করে তা ভিসা প্রসেসিংয়ের কাজে ব্যবহার করছে।

পরে পুলিশ ২১.৩৫ ঘটিকায় ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে আলমগীরের কাছ থেকে একটি নকল পুলিশ ক্লিয়ারেন্স উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর জানায়, উক্ত ক্লিয়ারেন্স সে আল আকসা ট্রাভেলসের মালিক শাহ আলমের কাছ থেকে ২৮,০০০/- টাকার বিনিময়ে সংগ্রহ করেছে।

আলমগীরের দেওয়া তথ্যের ভিত্তিতে শাহ আলমকে তার ব্যবহৃত মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়, যার মোবাইলে নকল পুলিশ ক্লিয়ারেন্স তৈরির প্রমাণ পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে শাহ আলম জানায়, সে উক্ত ক্লিয়ারেন্স জনৈক মোঃ বেলাল (৩৫) এর মাধ্যমে সংগ্রহ করেছে।

পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একই রাত ২২.৫০ ঘটিকায় লোহাগাড়া থানার সামনে অবস্থিত একটি কম্পিউটার দোকানে অভিযান চালিয়ে মোঃ নাজাত নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে নাজাত স্বীকার করে যে, সে দীর্ঘদিন ধরে মোটা অংকের টাকার বিনিময়ে নকল পুলিশ ক্লিয়ারেন্স তৈরি করে বিক্রি করে আসছে। তার হেফাজত হতে ২টি সিল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

নাজাত আরও জানায় যে, সে অর্থের বিনিময়ে মোঃ জাহেদ (২৭), মোঃ রিদুয়ান (৩০) ও মোঃ রাজা মিয়া (৩৫) নামের ব্যক্তিদের নকল পুলিশ ক্লিয়ারেন্স সরবরাহ করেছে।

অভিযানে গ্রেফতারকৃত ও পলাতক আসামিরা পরস্পর যোগসাজশে নকল পুলিশ ক্লিয়ারেন্স তৈরি ও বিক্রয়ের মাধ্যমে প্রতারণা ও জালিয়াতি করায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর ৪৬৫/৪৭১/৪৭৩/৪২০/৩৪ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট