সিএমপি’র চকবাজার থানার চেকপোস্ট কার্যক্রমে ০৯টি চোরাই মোবাইলসহ চোর চক্রের ০২ সদস্য গ্রেফতার
সিএমপির চকবাজার থানার চেকপোস্ট কার্যক্রমে ০৯ (নয়)টি চোরাই মোবাইল ফোনসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
চকবাজার থানার এসআই মোঃ আলাউদ্দিন, এএসআই মোহাম্মদ জাকির হোসেন, এএসআই মোঃ হুমায়ুন কবির ও এএসআই মোঃ ওমর ফারুক সঙ্গীয় ফোর্সসহ ০৩ নভেম্বর ২০২৫ খ্রিঃ তারিখে চকবাজার থানাধীন জিইসি মোড় সংলগ্ন সিডিএ এভিনিউ সড়কস্থ ডিগনিটি ফার্নিশিং সেন্টারের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করেন। চেকপোস্ট পরিচালনাকালে দুইজন ব্যক্তি কালো রঙের শপিং ব্যাগ নিয়ে পায়ে হেঁটে যাওয়ার সময় তাদের সন্দেহ হলে চেকপোস্ট টিম আসামী ০১। মোঃ মনির (১৯) ও ০২। মোঃ তাকি তাজওয়ার আরিয়ান (১৯) দ্বয়কে আটক পূর্বক তল্লাশি করেন। তল্লাশীকালে তাদের বহন করা ব্যাগের ভেতর থেকে বিভিন্ন মডেলের মোট ০৯টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিরা মোবাইল ফোনগুলোর কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থান থেকে উক্ত মোবাইল ফোনগুলো চুরি করেছে বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে চকবাজার থানার মামলা নং–০২, তারিখ–০৩/১১/২০২৫ খ্রিঃ, ধারা–৩৭৯/৪১১ পেনাল কোড মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।