
রসুলাবাদ ইসলামিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার আলিম শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ।
সাতকানিয়া উপজেলার রসুলাবাদ ইসলামিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক ছাত্র সৌদি আরব প্রবাসী আবু তালেব চৌধুরীর সহযোগিতায় পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠান আজ ২ নভেম্বর রসুলাবাদ মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রসুলাবাদ ইসলামিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যাপক তাজুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন অরবী প্রভাষক মাওলানা নুরুল আলম, অধ্যাপক মামুনুর রশীদ, মাওলানা আনোয়ার হোসেন, বিশিষ্ট সমাজ সেবক ফিরোজ আহমদ হৃদয়, সার্বিক সহযোগিতায় সাতকানিয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও উত্তর সাতকানিয়া সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল আলম, হাবিবুর রহমান, যুবদল নেতা আবছার প্রমূখ।