কালিয়াইশ যুব বিভাগের ফুটবল খেলা, ইউনিক স্পোর্টস জোন এর শুভ উদ্বোধন করেন ডাঃ শাহাদাত হোসেন।
মুহাম্মদ ফরিদ উদ্দীন :
বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিয়াইশ ইউনিয়ন এর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে কালিয়াইশ ইউনিয়ন এ "ইউনিক স্পোর্টস জোন" এর শুভ উদ্ভোধন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. মোঃ শাহাদাৎ হোসেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তর সাতকানিয়া সাংগু থানা আমির মাস্টার সিরাজুল ইসলাম, এবং কালিয়াইশ ইউনিয়ন এর আমির সহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও তরুণ ও যুব কর্মীরা।
আলোচনায় বক্তারা বলেন, দেশের তরুণ সমাজই পরিবর্তনের মূল চালিকা শক্তি। যুবকদের নৈতিক, সাংগঠনিক ও সামাজিক উৎকর্ষের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে একটি শক্তিশালী, দায়িত্বশীল ও নৈতিকতাবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলাই জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের মূল লক্ষ্য।
প্রধান অতিথি ডা. মো: শাহাদাৎ হোসেন বলেন, “যুবকরা একটি জাতির সবচেয়ে বড় সম্পদ। সৎ, দক্ষ ও আদর্শবান তরুণ সমাজ গড়ে উঠলে দেশ উন্নয়ন, ন্যায় ও শান্তির পথে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ যুবকদের উদ্দেশ্যে নৈতিকতা, খেলাধুলা, ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।