সাতকানিয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশন শব্বেদারি প্রোগ্রাম অনুষ্ঠিত।
মুহাম্মদ ফরিদ উদ্দীন:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া উপজেলা শাখার উদ্যোগে শব্বেদারি প্রোগ্রাম ২৫ অক্টোবর পৌরসভার ২নং ওয়ার্ড মাইজপাড়াস্থ একটি মসজিদে রাত ১০ ঘটিকায় শুরু হয়ে ফজর সালাতের মধ্যদিয়ে সমাপ্ত হয়।
উপজেলা সভাপতি ডা. মুহাম্মদ ইউনুস এর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক প্রফেসর জসিম উদ্দীনের সঞ্চালনায় উক্ত শব্বেদারির মুদাররিস ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলা শাখার মুহতারাম আমীর মাওলানা আব্দুস সালাম আযাদ। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শ্রমিক নেতা মোখতার হোসাইন সিকদার। উক্ত প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলা শাখার মুহতারাম আমীর ও বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা কামাল উদ্দীন, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা মুহাম্মদ তারেক হোসাইন।
এছাড়াও আরো উপস্থিত শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া উপজেলা সহসভাপতি মাওলানা খানে আলম ও দিদারুল ইসলাম, ইউনিয়ন ও সেক্টর শ্রমিক নেতৃবৃন্দ।