
দোহাজারী পৌরসভায় এলডিপির প্রতিষ্টা বার্ষিকী পালিত।
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি(এলডিপি)র ২০ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত হয়েছে ।
আজ ২৬ সেপ্টেম্বর ( রবিবার) বিকাল সাড়ে ৪ টার সময় দোহাজারী রাশিয়ার ফিল্ড থেকে দোহাজারী পৌরসভা এলডিপির সভাপতি লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের নেতৃত্বে প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি দোহাজারী পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়ক সংলগ্ন হাজারী শপিং সেন্টারের সামনে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
এতে সভাপতিত্ব করেন দোহাজারী পৌরসভা এলডিপির সভাপতি লিয়াকত আলী। পলাশ দত্তের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সিনিয়র সভাপতি নাছির উদ্দিন,আবদুল মুবিন,নাছির উদ্দিন, নাজিমুদ্দিন ও এলডিপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্টান
শুরুর আগে কেক কেটে এলডিপির ২০ তম প্রতিষ্টা বার্ষিকীর কার্যক্রম শুরু করা হয় এবং আলোচনা শেষে অনুষ্টানের সমাপ্তি ঘোষনা করা হয়।