1. info@chittagongtopnews.online : চট্টগ্রাম শীর্ষ নিউজ : চট্টগ্রাম শীর্ষ নিউজ
  2. info@www.chittagongtopnews.online : চট্টগ্রাম শীর্ষ নিউজ :
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশের অভিযানে এক লক্ষ পিস ইয়াবা টেবলেট ও একটি প্রাইভেটকার ও মোবাইল উদ্ধার। চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনের চট্টগ্রাম শহরে অবস্থানরত জনশক্তিদের নিয়ে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত সাতকানিয়া থানা পুলিশের চৌকস দল ৪ ঘন্টায় পিতা হত্যার আসামি পুত্র রিয়াদকে আটক করে। সাতকানিয়ায় পুত্রের হাতে পিতা খুন সাতকানিয়ায় অভিন্ন কৌশলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বাঁচতে গিয়ে নিজে পুলিশের ফাঁদে আটক। চট্টগ্রামের হালিশহরে এলোপাতাড়ি ছুরিকাঘাতে যুবক নিহত। চন্দনাইশে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি নিয়ে চাচার বিরুদ্ধে ভাতিজার অভিযোগ সাতকানিয়ার নলুয়া ইউনিয়নে জায়গা দখলের অপচেষ্টা ও মামলা তুলে নিতে হুমকি, প্রতিবাদে সংবাদ সম্মেলন সাতকানিয়ায় এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পৌর বৃত্তি প্রদান। লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে নকল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তৈরির সঙ্গে জড়িত ৩ জন প্রতারক গ্রেফতার ও আলামত উদ্ধার

চন্দনাইশে প্রবাসী পরিবারের উপর হামলা, নারী-বৃদ্ধসহ আহত ৩

  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

চন্দনাইশে প্রবাসী পরিবারের উপর হামলা, নারী-বৃদ্ধসহ আহত ৩

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক প্রবাসী পরিবারের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে নারী ও বৃদ্ধসহ তিনজন আহত হয়েছেন।

শনিবার (২৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চিড়িংঘাটা গ্রামের পশ্চিম পাড়ার প্রবাসী মো. রুবেল ও ওমর ফারুকের বাড়িতে এ ঘটনার ঘটে।

আহতরা হলেন- একই এলাকার সিরাজ মিয়া (৭০), তার স্ত্রী শামসুন্নাহার (৬০) ও কন্যা রোজি আক্তার (৩২)।

অপরদিকে এ ঘটনায় অভিযুক্তরা হলেন- একই এলাকার আবিদুর রহমানের পুত্র মাহবুবুল আলম প্রকাশ নন্না মিয়া (৩৮), আব্দুল মান্নান (৩৬) ও তার স্ত্রী রাশেদা আক্তার (৩০) এবং অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জন। অভিযুক্ত নন্না মিয়া ও মান্নান স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মান্নানের ছেলে আহত সিরাজ মিয়ার মেয়ের ঘরের নাতি আদনানের (৮) একটি বিয়ারিং (চাকা) চুরি করে নিয়ে যায়। পরে রাস্তায় খেলাধুলার সময়ে আদনান বিয়ারিংটি দেখতে পেয়ে সেটি নিয়ে নানার বাড়িতে চলে আসে। পরে মান্নানের স্ত্রী রাশেদা ও মেয়ে একটি দা নিয়ে নানার বাড়িতে আদনানকে খুঁজতে থাকেন এবং গালিগালাজ করতে থাকেন। এ সময় আদনানের খালা রোজি আক্তার প্রতিবাদ করলে তারা তাকে বেধড়ক মারধর করে ফেলে রেখে চলে যান। এর কিছুক্ষণ পরে পুনরায় রাশেদার ভাসুর মাহবুবুল আলম প্রকাশ নন্না মিয়া ও স্বামী আব্দুল মান্নান দলবল নিয়ে সীমানা প্রাচীর অতিক্রম করে তাদের বাড়ির উঠানে গিয়ে হামলা চালায়। এ সময় তারা রোজি আক্তারকে মারধর ও শ্লীলতাহানি করে ভিডিও ধারণের চেষ্টা করেন। তাকে বাঁচাতে তার বৃদ্ধ পিতা সিরাজ মিয়া এগিয়ে আসলে তার হাতে দায়ের কোপ দেন বলে জানা গেছে। পরে বৃদ্ধা মাতা শামসুন্নাহার এগিয়ে আসলে তাকেও মারধর করেন অভিযুক্তরা। পরে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ছাড়াও ঘটনার একপর্যায়ে অভিযুক্ত আব্দুল মান্নান রোজি আক্তারের মাথায় লাঠি দিয়ে আঘাত করার চেষ্টা করলে সেটি গিয়ে তার স্ত্রী রাশেদার মাথায় লাগলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।

হামলায় আহত রোজি আক্তার বলেন, প্রথমে মান্নানের স্ত্রী আমাকে মারধর করে চলে যান। পরে পুনরায় স্ত্রীসহ মান্নান ও নন্না মিয়া দলবল নিয়ে আমাদের বাড়িতে এসে আমাকে মারধর ও শ্লীলতাহানি করে ভিডিও ধারণের চেষ্টা করেন। পরে আমার বাবা আমাকে বাঁচাতে এগিয়ে আসলে তার হাতে দায়ের কোপ দেয় এবং আমার মাকেও তারা মারধর করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেন, মাহবুবুল আলম প্রকাশ নন্না মিয়া ও আব্দুল মান্নান দলবল নিয়ে প্রবাসী পরিবারের বাড়ির উঠোনে এসে তাদের উপর হামলা চালায়। ওই পরিবারে কোনো পুরুষ সদস্য না থাকায় তারা প্রতিরোধ করতে পারেনি। ফলে তাদেরকে ইচ্ছে মতো মারধর করেন অভিযুক্তরা। ঘটনার একপর্যায়ে মান্নান রোজি আক্তারের মাথায় লাঠি দিয়ে আঘাত করার চেষ্টা করলে সেটি গিয়ে মান্নানের স্ত্রী রাশেদার মাথায় লাগার পর অভিযুক্তরা হামলা বন্ধ করে চলে যান। প্রবাসী পরিবারের উপর হামলা ঠেকাতে আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি কিন্তু তারা লোকজন বেশি হওয়ায় ব্যর্থ হয়েছি। একটি প্রবাসী পরিবারকে টার্গেট করে এমন হামলা অমানবিক। প্রশাসনকে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

এদিকে, ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও প্রবাসী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ ঘটনায় অভিযুক্ত কয়েকজনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মুঠোফোনে সংযোগ না পাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার বলেন, এ ঘটনায় প্রবাসী পরিবারের কাছ থেকে একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট