1. info@chittagongtopnews.online : চট্টগ্রাম শীর্ষ নিউজ : চট্টগ্রাম শীর্ষ নিউজ
  2. info@www.chittagongtopnews.online : চট্টগ্রাম শীর্ষ নিউজ :
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশের অভিযানে এক লক্ষ পিস ইয়াবা টেবলেট ও একটি প্রাইভেটকার ও মোবাইল উদ্ধার। চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনের চট্টগ্রাম শহরে অবস্থানরত জনশক্তিদের নিয়ে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত সাতকানিয়া থানা পুলিশের চৌকস দল ৪ ঘন্টায় পিতা হত্যার আসামি পুত্র রিয়াদকে আটক করে। সাতকানিয়ায় পুত্রের হাতে পিতা খুন সাতকানিয়ায় অভিন্ন কৌশলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বাঁচতে গিয়ে নিজে পুলিশের ফাঁদে আটক। চট্টগ্রামের হালিশহরে এলোপাতাড়ি ছুরিকাঘাতে যুবক নিহত। চন্দনাইশে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি নিয়ে চাচার বিরুদ্ধে ভাতিজার অভিযোগ সাতকানিয়ার নলুয়া ইউনিয়নে জায়গা দখলের অপচেষ্টা ও মামলা তুলে নিতে হুমকি, প্রতিবাদে সংবাদ সম্মেলন সাতকানিয়ায় এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পৌর বৃত্তি প্রদান। লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে নকল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তৈরির সঙ্গে জড়িত ৩ জন প্রতারক গ্রেফতার ও আলামত উদ্ধার

সাতকানিয়ায় বসতবাড়িতে হামলা ও ভাংচুর অভিযোগ।

  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৩৮০ বার পড়া হয়েছে

সাতকানিয়ায় বসতবাড়িতে হামলা ও ভাংচুর অভিযোগ।

সাতকানিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি।

চট্টগ্রামের সাতকানিয়ায় জায়গা সম্পত্তির বিরোধের জের ধরে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে।
গত শুক্রবার দিবাগত-রাত ১২ টা ৩০ মিনিটের দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ০১ নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়া চেয়ারম্যান বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
এই ঘটনায় ওই এলাকার মৃত আহমদ হোসেনের ছেলে মো. সাদ্দাম হোসাইন বাদী হয়ে একই এলাকার মৃত মোহাম্মদ মোজাফফর আহমদ এর ছেলে মো. ইলিয়াছ (৩৮) গংদের বিবাদী করে সাতকানিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিবরণে জানা যায়, জায়গা সম্পত্তির জের ধরে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জামেলা চলে আসছিল। এর আগে সাদ্দাম হোসেন তার পিতার খরিদ সূত্রে জায়গায় বাউন্ডারি ওয়াল নির্মাণ করতে গেলে বাধা প্রদান করে ইলিয়াছ গংরেরা। পরে এই ঝামেলা মিমাংসা করতে একটি সামাজিক বৈঠক হওয়ার কথা হয়। তবে ইলিয়াছ সেই বৈঠকে না গিয়ে শুক্রবার দিবাগত রাত ১২:৩০ মিনিটের সময় লোকজন নিয়ে লোহার রড, হাতুড়ি, খান্তা, ধারলো দা ও কিরিচ ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির চারপাশে থাকা লাইট ও তিনটি সিসি ক্যামেরা ভাঙচুর করিয়া প্রায় (পঞ্চাশ লক্ষ) টাকার ক্ষতি করে। একই সাথে (তিন লক্ষ পঞ্চাশ) হাজার টাকার বাউন্ডারি ওয়াল ক্ষতি সাধন করে। এছাড়া তারা অশ্লীন ভাষায় গালিগালাজ করে বাড়িতে থাকা মহিলাদের বাড়ির ভিতরে আটকে রেখে প্রাণনাশের হুমকি দে বলে উল্লেখ করে অভিযোগে।
পরে বাড়িতে আটকে থাকা মহিলারা জরুরি সেবা ৯৯৯ কল দিয়ে পুলিশি সহয়তা নে এবং পুলিশ আসার টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়। এর পরপর শনিবার সকালে আনুমানিক সকাল ৯টার দিকে উপরোক্ত বিবাদীগন পুনরায় আবার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে।

অন্যদিকে প্রধান অভিযুক্ত ইলিয়াছ জানান, আমার বিরুদ্ধে আনিত অভিযোগটি পুরো ভিত্তিহীন ও বানোয়াট। ঘটনার সময়ে আমি উপস্থিত ছিলাম না। তখন আমি চট্টগ্রাম শহরে ব্যাক্তিগত কাজে ছিলমা। তারা যে বক্তব্যটি দিয়েছে তা উদ্দেশ্য মূলক ভাবে আমার নামে অপপ্রচার চালাচ্ছে।

এদিকে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আবু মোহাম্মদ কাউসার জানান, জরুরি সেবায় কল পেয়ে ঘটনা স্থলে আমাদেনর টহল টিম গিয়েছে। এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট