চন্দনাইশ উপজেলার অন্তর্গত বরমা ইউনিয়ন এ 'বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আসন্ন নির্বাচনী সেন্টার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী বরমা ইউনিয়নের উদ্যোগে ২৪ অক্টোবর ২০২৫ ইং তারিখে বরমা ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে সেন্টার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন সেন্টার থেকে আগত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরমা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আতহার হোছাইন।
সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চন্দনাইশ উপজেলার সেক্রেটারি মুঃ আবদুল খালেক।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি মাওলানা বদরুল হক।
প্রধান মেহমান ছিলেন দক্ষিণ জেলার বায়তুলমাল সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন এবং প্রধান বক্তা হিসেবে মূল্যবান বক্তব্য প্রদান করেন চন্দনাইশ উপজেলা জামায়াতের আমীর মাওলানা কুতুবউদ্দিন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী আহসান সাদেক পারভেজ।
সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন জনাব তারেকুল ইসলাম, মাস্টার মফিজুর রহমান, মাস্টার আবু সোহেল, আবুল বশর, মুঃ ইদ্রিস ও এনামুল হক।
বক্তারা তাঁদের বক্তব্যে ইসলামী আন্দোলনের ভিত্তিকে আরও মজবুত করার আহ্বান জানান।
তাঁরা বলেন, সংগঠনের প্রত্যেক স্তরে কর্মতৎপরতা ও ত্যাগ-তিতিক্ষার চেতনা জাগ্রত করে আদর্শ সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।
সম্মেলনের মাধ্যমে বরমা ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি ও অনুপ্রেরণা সঞ্চারিত হয়।