বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হকের জন্মদিনে বর্ণাঢ্য কেককাটা ও শুভেচ্ছা অনুষ্ঠান অনুষ্ঠিত
ওমান প্রতিনিধি:
বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান জনাব সিরাজুল হক (সিআইপি)–এর জন্মদিন উপলক্ষে ক্লাবের কনফারেন্স হলে এক বর্ণাঢ্য কেককাটা ও শুভেচ্ছা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ক্লাবের বিভিন্ন উইংসের নেতৃবৃন্দ ও কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁরা ফুল দিয়ে চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান এবং আনন্দঘন পরিবেশে কেক কেটে জন্মদিন উদযাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন গালফ এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জনাব ইফতেখার উল হাসান চৌধুরী। তিনি চেয়ারম্যান সিরাজুল হককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আরও সাফল্য কামনা করেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, জনাব সিরাজুল হক (সিআইপি) দীর্ঘদিন ধরে প্রবাসে বাংলাদেশিদের ঐক্য, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে অনন্য ভূমিকা রেখে চলেছেন।
আনন্দমুখর পরিবেশে সম্পন্ন এই আয়োজনে উপস্থিত সবাই তাঁর নেতৃত্ব ও অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেন।
এছাড়াও অনুষ্ঠানে নোয়াখালী উইংস, চট্টগ্রাম উইংস, কুমিল্লা উইংস, ঢাকা উইংস, ইঞ্জিনিয়ার উইংস, উত্তরবঙ্গ উইংস, সিলেট উইংস, স্পোর্টস উইংসসহ বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের কার্যনির্বাহী সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।