1. info@chittagongtopnews.online : চট্টগ্রাম শীর্ষ নিউজ : চট্টগ্রাম শীর্ষ নিউজ
  2. info@www.chittagongtopnews.online : চট্টগ্রাম শীর্ষ নিউজ :
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হকের জন্মদিনে বর্ণাঢ্য কেককাটা ও শুভেচ্ছা অনুষ্ঠান অনুষ্ঠিত আইবিডব্লিউএফ সৎ ব্যবসায়ি তৈরিতে কাজ করে যাচ্ছেন: অধ্যাপক নুরুল্লাহ মাদক উদ্ধার ও অন্যান্য ভালো কাজের জন্য চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন সাতকানিয়া থানার এসআই মো. রোমান হোসেন। সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতের আর্থিক সহয়তা। লোহাগাড়ায় মতবিনিময় সভায় আলহাজ্ব শাহজাহান চৌধুরী সাতকানিয়ায় চাচা আবু তালেবের পরিকল্পিত হামলায় ধারালো ছুরির আঘাতে মুমূর্ষু সেলিমের পরিবারের সংবাদ সম্মেলন। খতিবের ফেসবুক পোস্ট দেখে মসজিদে টিন দিলেন সাতকানিয়ার মানবিক ইউএনও টেকনাফে মানুষের অধিকার প্রতিষ্ঠা বাস্তবায়নের লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত: জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে আয়োজিত জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানে ২৫টি রাজনৈতিক দলের নিম্নোক্ত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সাতকানিয়ায় চাচা আবু তালেবের পরিকল্পিত হামলায় ধারালো ছুরির আঘাতে মুমূর্ষু সেলিমের পরিবারের সংবাদ সম্মেলন।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

সাতকানিয়ায় চাচা আবু তালেবের পরিকল্পিত হামলায় ধারালো ছুরির আঘাতে মুমূর্ষু সেলিমের পরিবারের সংবাদ সম্মেলন।

সাতকানিয়া প্রতিনিধি।

চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ১১ নং কালিয়াইশ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড গুরুত্ব আহত সেলিম উদ্দীন পরিবারের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন ২১ অক্টোবর বিকাল ৩ টা ৩০ মিনিট মৌলভীর দোকান একটি হল রুমে অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্য রাখেন সেলিমে স্ত্রী জেসমিন তিনি বলেন আমি ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে লিখিত বক্তব্য পড়ে শুনচ্ছি যখন আবু তালেবের নেতৃত্বে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আমার স্বামী মোঃ সেলিম উদ্দীনকে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন।

আবু তালেন একজ সন্ত্রাসী ও ভূমিদস্যু দীর্ঘদিন জায়গায় জমি নিয়ে বিরোধ ছিল আমার স্বামীর সাথে আমার স্বামী একজন সহজসরল এতিম তারা মাতা-পিতা, ভাই নাই সেই একা হওয়ায় বিভিন্ন সময়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে, আমার স্বামী ও আমার পরিবারকে গুমখুন করে হত্যা করার হুমকি দিয়ে আসছে বহুদিন ধরে ।

তার ঐ হুমকি বাস্তবায়ন করতে গত ১৮/১০/২০২৫ ইং সন্ধ্যায় ৬ ঘটিকার সময় আমার স্বামী মোঃ সেলিম উদ্দীন নিজ জমিতে কাজ শেষ করে বাড়ীতে ফেরার পথে আগে থেকে সুপরিকল্পিতভাবে আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে আবু তালেবের নেতৃত্ব, আলম আরা বেগম, দিদারুল ইসলাম জিসান, বুলু আক্তার,মোঃ আজিজ, ইদ্রিস মিয়া,ডেজি আক্তারসহ হত্যা উদ্দেশ্য এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে শুক্কুর সওদাগরের চা দোকানে সামনে পেলে যায়।

মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে ভর্তিকরা হলে কর্তব্যরত ডাক্তার আমার স্বামী সেলিম উদ্দীনের অবস্থার অবনতি দেখে জরুরি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বর্তমানে আশংকা জনক অবস্থায় চিকিৎসাধীন আমার স্বামী সেলিম উদ্দীন হঠাৎ তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে এলাকায়।

তখন এক নং আসামী আবু তালেব নিজে নিজেকে আহত করে আমাদের পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে আহত হয়ে মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে।

আমার পরিবারে পুরুষ না থাকাই আমাকে এবং আমার মেয়ে রাতে বাড়ীতে আগুনে পুড়িয়ে হত্যা এবং ধর্ষনে হুমকি দিয়ে যাচ্ছে।

জেসমিন জানান আমি বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে সাতকানিয়া থানায় একটি মামলা করি আসামীরা প্রভাবশালী হওয়ায় হুমকি দিচ্ছে,
আমরা আইনশৃঙ্খলা বাহিনী ও দেশবাসীর সহযোগিতা কামনা করি অপরাধীদের দ্রুত সময়ে গ্রেফতার এবং আমাদের পরিবার নিরাপত্তার দাবি জানাচ্ছি।

এসএসসি পাস করা সেলিমের মেয়ে সাইয়মা বলেন যারা আমার বাবাকে দা ছুড়ি নিয়ে কুপিয়েছে তাদের বিচার চাই পুলিশ যেন তাদের গ্রেফতার করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট