বিজিবির আন্ত:রিজিয়ন হ্যান্ডবল প্রতিযোগিতা: রংপুর রিজিয়ন চ্যাম্পিয়ন
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর আন্ত:রিজিয়ন হ্যান্ডবল প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে রংপুর রিজিয়ন চট্টগ্রাম রিজিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
আজ মঙ্গলবার বিকেলে রংপুর রিজিয়নের অধীনস্থ লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর প্রশিক্ষণ মাঠে বিজিবির রংপুর রিজিয়ন বনাম চট্টগ্রাম রিজিয়নের মধ্যে প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় রংপুর রিজিয়ন ৪০-৩৩ গোলের ব্যবধানে চট্টগ্রাম রিজিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রংপুর রিজিয়নের সিপাহী মো: তাজু হাসান শ্রেষ্ঠ খেলোয়াড় এবং সিপাহী ওবাচিং মারমা শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় নির্বাচিত হয়।
সমাপনী অনুষ্ঠানে রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর ২০২৫ তারিখে লালমনিরহাট ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে বিজিবির আন্ত: রিজিয়ন হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতার ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আজ প্রতিযোগিতার সমাপ্তি হলো।