নিজের জন্য কিছু করিনি মানুষের কল্যাণেই কাজ করেছি
শাহজাহান চৌধুরী
মুহাম্মদ ফরিদ উদ্দীন 'সাতকানিয়া :
লোহাগড়ায় মতবিনিময় সভায় আলহাজ্ব শাহজাহান চৌধুরীর বলেন
নিজের জন্য কিছু করিনি, মানুষের কল্যাণেই কাজ করেছি
বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, “আমি দীর্ঘ ৪৪ বছর রাজনীতি করছি— চট্টগ্রাম, সাতকানিয়া ও লোহাগাড়ার মানুষই আমার শক্তির উৎস। ১৯৯১ ও ২০০১ সালে জনগণ আমাকে এমপি হিসেবে নির্বাচিত করেছে। ক্ষমতার এত কাছাকাছি থেকেও নিজের জন্য কিছু করিনি, বরং মানুষের কল্যাণ, ইসলাম ও ন্যায়ের পথে সমাজ গড়ার চেষ্টা করেছি। আগামী দিনেও যদি জনগণ আমাকে সুযোগ দেয়, ইনশাআল্লাহ মানুষের অধিকার রক্ষায়, দুঃখী মানুষের পাশে দাঁড়াতে এবং এলাকার উন্নয়নে নিজেকে নিবেদিত রাখব।”
তিনি আরও বলেন, “আমাদের সমাজে এখন অন্যায়ের জয়গান, দুর্নীতির বিস্তার আর নৈতিক অবক্ষয় ভয়াবহ রূপ নিচ্ছে। এ অবস্থায় ইসলামী মূল্যবোধের রাজনীতি ছাড়া জাতির মুক্তির কোনো পথ নেই। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে, পরিবারে নৈতিকতার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। জামায়াতে ইসলামি এ পথেই সংগ্রাম চালিয়ে যাচ্ছে।”
তিনি সোমবার বিকেলে লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ধলিবিলা এলাকায় স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলার বিআরডিবির সাবেক সভাপতি ও জামায়াত নেতা চৌধুরী মোহাম্মদ ছালেহ।
বিশেষ অতিথি ছিলেন পদুয়া ইউনিয়ন জামায়াতের আমীর, বিশিষ্ট আলেমে দ্বীন আ. ক. ম. হামিদুল হক।
এসময় বক্তব্য রাখেন, জামায়াত নেতা ফজলুল হক হিরু, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম সিকদার, সমাজসেবক আলী আহমদ, যুবনেতা জিয়াউল হক জিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।