সাগর পথে মালয়েশিয়া পাঠানোর কথা বলে মানুষ অপহরণ চক্র: তিনজন অপহরণকারী আটক"
তৌহিদ উদ্দীন, টেকনাফ
কক্সবাজারের টেকনাফ সদরে অপহরণকারীদের গোপন আস্তানায় র্যাব সদস্যরা অভিযান চালিয়ে তিনজন অপহরণকারীকে আটক করেছে।
শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার (১০ অক্টোবর) সকালে অপহরণকারীদের কবল থেকে পালিয়ে আসা ভুক্তভোগীদের তথ্যের ভিত্তিতে মধ্যরাতে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল হাতিয়ারঘোনা এলাকায় অভিযান চালানো হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ৭-৮ জন পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তিনজনকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যায়।
আটককৃতরা হলেন, উখিয়া উপজেলার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. কাসিমের ছেলে মো. হামিম (২১), ১৯ নম্বর ক্যাম্পের আব্দুর রহমানের ছেলে আরাফাত উল্লাহ (২৬) এবং টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল হাতিয়ারঘোনা এলাকার জাফর আলমের ছেলে আকতার হোসেন (৩৪)।
র্যাব কর্মকর্তা আরও জানান, আটক ব্যক্তিরা সাগরপথে মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে মানুষ অপহরণ করতো। পরে তাদের গোপন আস্তানায় আটক রেখে স্বজনদের কাছে মুক্তিপণ দাবি করতো।