সাতকানিয়ায় বিএনপির ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ
মুহাম্মদ ফরিদ উদ্দীন, সাতকানিয়া (চট্টগ্রাম) :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রের কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষে জন সাধারনের মাঝে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি কেরানীহাট সিটি সেন্টার থেকে শুরু করে মাইজ পাড়া,দাইমারখীল মতি ফকির মাজার গেইটে গণসংযোগ শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের মাঝে শীগ্রই ফিরে আসবেন। বিএনপির বিরুদ্ধে একটি ইসলামি দল ষড়যন্ত্র করে যাচ্ছে। ষড়যন্ত্র করে বিএনপির জনপ্রিয়তাকে দমিয়ে রাখা যাবেনা।তারেক রহমানের ঘোষিত ৩১ দফার মাধ্যমে বিএনপি রাষ্ট্র পরিচালনা করবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করবেন। বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রের আরও মৌলিক সংস্কারগুলো করবে।
সংক্ষিপ্ত সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ শফি সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক জামাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক যগ্ম-আহবায়ক শহর মুল্লুক রাশেদ, উপজেলা বিএনপি নেতা গাজী ফোরকান, বখতেয়ার উদ্দিন,আবুল কালাম আজাদ, আবুল ফয়েজ, ইউপি সদস্য নেয়াজুর রহমান, জেলা যুবদল নেতা সোলাইমান বাবুল,ডেমশা ইউনিয়ন বিএনপি নেতা আবুল কালাম, সাতকানিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি গফুর সিকদার,সাতকানিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মিজানুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রাশেদ উদ্দিন,ছাত্রদল নেতা আরফাত উদ্দিন, ঢেমশা ইউনিয়ন যুবদল নেতা আবদুর রহিম মনু, নুরুন্নবী জনি,আবদুল সফুর,আব্দুল্লাহ আল নোমান, প্রমুখ।