1. info@chittagongtopnews.online : চট্টগ্রাম শীর্ষ নিউজ : চট্টগ্রাম শীর্ষ নিউজ
  2. info@www.chittagongtopnews.online : চট্টগ্রাম শীর্ষ নিউজ :
শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০৮:০৬ অপরাহ্ন

পটিয়ায় এলডিপির প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত।

  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

পটিয়ায় এলডিপির প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত।

মুহাম্মদ ফরিদ উদ্দীন, চট্টগ্রাম অফিস।

পটিয়ায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার হরিনখাইন ইউনিয়নে চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি এম এয়াকুব আলীর গ্রামের বাড়িতে এ প্রতিনিধি সমাবেশে অনুষ্ঠিত হয়।

পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মনছুর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইয়ুব আলীর সঞ্চালনায় পটিয়া উপজেলা ও পৌরসভা এলডিপি এবং অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী।

প্রধান অতিথির বক্তব্যে এম এয়াকুব আলী বলেন, দেশের মানুষ আজ ন্যায়ের শাসন, ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অপেক্ষা করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দেবে। এই নির্বাচনে এলডিপি জনগণের পাশে থেকে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, বর্তমান অন্তবর্তী সরকারের দুঃশাসন, দুর্নীতি ও লুটপাটে দেশ আজ দারিদ্র্যের পথে ধাবিত হচ্ছে। তরুণ প্রজন্মের স্বপ্ন ভেঙে গেছে, কৃষক-বাণিজ্যিক খাত ধ্বংসের মুখে। তাই এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে নামার।

এ রাজনীতিবিদ আরও বলেন, দেশের রাজনীতিতে এলডিপি হচ্ছে একটি দেশপ্রেমিক, গণতান্ত্রিক শক্তি। আগামী নির্বাচনে জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে এই দল অগ্রণী ভূমিকা রাখবে। দেশে সুষ্ঠু নির্বাচন হলে জনগণ গণতন্ত্রপন্থী শক্তিকেই ভোট দেবে। এলডিপি জনগণের সেই আকাঙ্ক্ষার প্রতীক হয়ে কাজ করবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আমরা মাঠে আছি, থাকব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা গণতান্ত্রিক যুবদলের সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী, পটিয়া পৌরসভা এলডিপির যুগ্ম আহবায়ক গাজী আমির হোসেন, সদস্য সচিব মুজিবুর রহমান, গণতান্ত্রিক শ্রমিকদলের দক্ষিণ জেলা আহবায়ক আবু সৈয়দ, গণতান্ত্রিক যুবদল পটিয়া উপজেলা আহবায়ক দিদারুল আলম এবং সদস্য সচিব নুরুল আলম।

এছাড়া বক্তব্য রাখেন এলডিপি নেতা আবদুর রশিদ, নুরুল আলম, নাদেরুজ্জামান, মো. মামুন, এরশাদ, খোরশেদ আলম, জাকারিয়া, সেলিম উদ্দিন, নুরুল হুদা, হারুনুর রশিদ, রঞ্জন ভট্টাচার্য, আলমগীর, শাহ আলম, সাইফুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্রদল নেতা নেওয়াজ উদ্দিন ও রাকিব চৌধুরী প্রমুখ।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে এলডিপির কর্মপরিকল্পনা ও আগামী ২৬ অক্টোবর এলডিপির ২০ তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সাংগঠনিক শক্তি প্রদর্শন করার জন্য দিকনির্দেশনা মুলক আলোচনা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট