টেকনাফে ১৫ লিটার দেশিয় মদ, ১ লিটার নকল বিদেশি মদ ও সরঞ্জামাদিসহ তিনজন পাচারকারী আটক:
তৌহিদ উদ্দীন, টেকনাফ
কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ লিটার দেশীয় মদ, এক লিটার নকল বিদেশী মদ এবং বিপুল পরিমান বিদেশী মদ তৈরীর সরঞ্জামাদিসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫।
র্যাব সুত্রে জানা যায়, র্যাব-১৫ সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল জানতে পারে টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল এলাকায় কিছু সংখ্যক মাদক কারবারি অবৈধভাবে দেশীয় ও বিদেশী নকল মদ তৈরী করে মাদক সেবনকারীদের কাছে বিক্রি করে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি ১০ অক্টোবর দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডস্থ পশ্চিম গোদারবিল এলাকায় মুসা আলী হাজীর ভিটা, ইসমাইল এর সেমীপাকা বাড়ীতে অভিযান পরিচালনা করে তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় তাদের হাতে থাকা ১৫ লিটার দেশীয় মদ, এক লিটার প্রস্তুতকৃত নকল বিদেশী মদ, ৩৮টি খালি বিদেশী কাঁচের বোতল, ২৪ লিটার মিনারেল ওয়াটার, ৭০০ মি.লি. চিনির ক্যারামেল ও মদ তৈরীর অন্যান্য সরঞ্জাম উদ্ধার করতে সক্ষম হয়।
আটককৃতরা হল- টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লেঙ্গুরবিল এলাকার আব্দুল হাশিম এর ছেলে রেজাউল করিম (২৫), ফরিদপুর জেলার কোতয়ালী উপজেলার ১০ নং ওয়ার্ড আলীপুর এলাকার মুক্তি রানীর ছেলে বিপুল বিশ্বাস, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ৭ নং ওয়ার্ড ফলগাছা এলাকার মো. মমিনুল ইসলামের ছেলে মোঃ আল আমিন(১৯)।
আটককৃত মাদক দ্রব্য ও মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।