টেকনাফে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার পেল ৩১০ জন কৃষক-কৃষাণী:
তৌহিদ উদ্দীন, টেকনাফ
কক্সবাজারের টেকনাফে কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বসতবাড়িতে ও মাঠে চাষযোগ্য শীতকালীন শাকসবজীর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ উপলক্ষে একটি সভা ৯ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১টায় কৃষি অধিদপ্তরের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ সময় ৩১০ জন কৃষক-কৃষাণীদেরকে সরকারী প্রণোদনা হিসেবে ৯ প্রকারের বীজ যেমনঃ বেগুন, পালংশাক, লাল শাক, মটরশুঁটি, লাউ, মুলা, বাটিশাক, মিষ্টি কুমড়া, শসা এবং ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরন করা হয়।
টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এসএম শাহজাহানের সঞালনায়, এতে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন- টেকনাফ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, টেকনাফ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শফিউল আলমসহ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা গণ, কৃষক-কৃষাণীগণ, প্রিন্ট, ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীগণ। এ সময় কৃষক-কৃষাণীদের হাতে বীজ ও সার তুলে দেন ইউএনও।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, কৃষি অধিদপ্তরের সহযোগিতায় কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন করা হয়েছে। যা পেয়ে কৃষক-কৃষাণীরা দারুণ খুশী। আশা করছি আপনারা বীজ ও সারগুলো কৃষি অধিদপ্তরের সহযোগিতা ও পরামর্শ নিয়ে লাগাবেন যাতে ভাল ফলন হওয়ার পাশাপাশি নিজেরাও স্বাবলম্বী হতে পারেন।