চন্দনাইশে দোহাজারী রেলওয়ে মাঠ ইজারার প্রতিবাদে স্থানীয়দের মানববন্ধন
মুহাম্মদ ফরিদ উদ্দীন, সাতকানিয়া :
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে অবস্থিত ঐতিহাসিক রেলওয়ে মাঠ (রাশিয়ার ফিল্ড) ইজারা দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার (৮ অক্টোবর) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত বৃহত্তর দোহাজারী বাসীর উদ্যোগে দোহাজারী পৌর সদরে, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক সংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, রাশিয়ার ফিল্ড খ্যাত উন্মুক্ত রেলওয়ে মাঠটি একটি কুচক্রী মহল ইজারা দেওয়ার জন্য পাঁয়তারা করছেন। রেলওয়ে কর্তৃপক্ষ আগামী ১২ অক্টোবর টেন্ডার প্রদানের তারিখ ও ঘোষণা করে ইতিমধ্যে টেন্ডার ফরম বিক্রি শুরু করেছেন।
অবিলম্বে মাঠটি ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধ করতে হবে।
দোহাজারী প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক নাছির উদ্দীন বাবলুর সভাপতিত্বে ও সাংবাদিক জাবের বিন রহমান আরজুর সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন— চন্দনাইশ উপজেলার এলডিপির সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল, দোহাজারী পৌরসভা এলডিপির সভাপতি লেয়াকত আলী,সাংবাদিক আবিদুর রহমান (বাবুল),এলডিপির সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক জামাল উদ্দীন,দোহাজারী পৌরসভা জামায়াতের আমীর জমির আদনান, ইসলামিক ফ্রন্টের সভাপতি ডাক্তার মো. কলিম, বিএনপি নেতা শাহ্জাহান, ব্যবসায়ী সমিতির সম্পাদক নাজিম উদ্দীন, ব্যবসায়ী নেতা মহিম বাদশা ও আনোয়ার হোসেনসহ প্রমুখ