1. info@chittagongtopnews.online : চট্টগ্রাম শীর্ষ নিউজ : চট্টগ্রাম শীর্ষ নিউজ
  2. info@www.chittagongtopnews.online : চট্টগ্রাম শীর্ষ নিউজ :
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফ-সেন্টমার্টিন দ্বীপে নৌযান চলাচল বন্ধ: দ্বীপে পানিতে ডুবছে দুই শতাধিক বাড়িঘর টেকনাফে সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জন সন্ত্রাসীদের হামলায় বগুড়ায় নিহত যুবদল নেতা রাহুল সরকারের পরিবারের পাশে তারেক রহমান কাপ্তাই হ্রদে নৌকাডুবি: সেনাবাহিনীর অক্লান্ত প্রচেষ্টায় সফল উদ্ধার অভিযান টেকনাফে গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বন্দি থাকা নারী ও শিশুসহ ২১ জন উদ্ধার: সাতকানিয়ায় তৈরি হচ্ছে আন্তর্জাতিক ব্র্যান্ডের নকল জুতা মারাত্মক জালিয়াতি উপজেলা প্রশাসনের অভিযান এক লক্ষ টাকা জরিমানা। সাতকানিয়ায় কেরানীহাট বায়তুশ শরফ কমপ্লেক্সের বার্ষিক মাহফিল অনুষ্ঠিত। লোহাগাড়ায় পূজামণ্ডপ পরিদর্শনে শাহজাহান চৌধুরী সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার আহ্বান চন্দনাইশ থানা পুলিশের জালে আটক,আন্তজেলা সিএনজি ছিনতাইয়ের মূলহোতা। টেকনাফে গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বন্দি থাকা নারী ও শিশুসহ ৮ জন আটক

টেকনাফ-সেন্টমার্টিন দ্বীপে নৌযান চলাচল বন্ধ: দ্বীপে পানিতে ডুবছে দুই শতাধিক বাড়িঘর

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

টেকনাফ-সেন্টমার্টিন দ্বীপে নৌযান চলাচল বন্ধ:
দ্বীপে পানিতে ডুবছে দুই শতাধিক বাড়িঘর

তৌহিদ উদ্দীন, টেকনাফ

বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টিতে কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের প্রায় দুই শতাধিক ঘরবাড়ি পানিবন্দি হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ।
স্থানীয়দের অভিযোগ, দ্বীপের স্থানীয় এক বিএনপি নেতা সুইস গেট বন্ধ করে দেওয়ার কারণে সমস্যা বেশি দেখা দিয়েছে। এদিকে সাগর উত্তাল থাকায় দুইদিন ধরে বন্ধ রয়েছে টেকনাফ-সেন্টমার্টিন নৌযান চলাচলও।

বাসিন্দারা জানান, ২ অক্টোবর বৃহস্পতিবার বিকাল পর্যন্ত টানা ভারী বৃষ্টি চলছে সেন্টমার্টিন দ্বীপে। জোয়ারের কারণে বেড়েছে ঢেউ। এতে আশ্রয়স্থল নিয়ে শঙ্কায় রয়েছেন তারা।
এব্যাপারে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়ার কারণে দুইদিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন নৌযান চলাচল বন্ধ রয়েছে। টানা বৃষ্টিতে দ্বীপের পাঁচটি গ্রামের কয়েকশ ঘরবাড়ি পানিবন্দি হয়ে পড়েছে। এছাড়া জোয়ারের আঘাতে জেলে ঘাটে নোঙরে থাকা একটি ফিশিং ট্রলারও ডুবে গেছে।
তিনি আরও বলেন, স্থানীয় এক ব্যক্তি পানি চলাচলের সুইস গেট বন্ধ করে দেওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করেছি। 
কেফায়েত উল্লাহ নামে এক বাসিন্দা অভিযোগ করে বলেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুল কালাম বহু বছরের পুরনো ১, ২, ৩ নং ওয়ার্ডের একমাত্র পানি চলাচলের পথ সুইস গেট বন্ধ করে রেখেছেন। এ কারণেই বৃষ্টির পানি জমে আছে।
যদিও অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা আবুল কালাম বলেন, আমি কোনো সুইস গেট বন্ধ করিনি। আমার পাশের বাড়ির খলিল নামে এক ব্যক্তি সীমানা দিতে গিয়ে সুইস গেটটি বন্ধ করেছে। আমরা সবাই মিলে সেটি খুলে দেওয়ার ব্যবস্থা করছি।

দ্বীপের বাসিন্দা জুবাইর জানান, গত ১ অক্টোবর রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাত এখনও চলমান। এতে দ্বীপের পূর্বপাড়া, পশ্চিম পাড়া, মাঝের পাড়া, নজরুল পাড়া ও কোনা পাড়া পানিতে তলিয়ে গেছে। এখানকার দুইশ ঘরবাড়ি এখনও পানিবন্দি হয়ে আছে।
তিনি আরও বলেন, সকাল থেকে আমরা পানিবন্দি হয়ে আছি। পরিবারের সদস্যদের অন্যত্র পাঠিয়ে ঘরে অবস্থান করছি। সারাদিন পরিবারের কেউ পেটে খাবার দিতে পারিনি। রান্না করার মতো কোনো পরিবেশ নেই।
এবিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, টানা বৃষ্টিতে সেন্টমার্টিন দ্বীপে বেশকিছু ঘরবাড়ি ডুবে গেছে। মূলত সুইস গেট বন্ধ থাকায় এ ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে পানি চলাচলের জন্য সুইস গেট খুলে দিতে বলা হয়েছে। বৃষ্টি থামলে আশা করি পানিও নেমে যাবে। এরপরও আমরা পানিবন্দি মানুষদের খোঁজ-খবর রাখছি। পাশাপাশি সাগর উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে বন্ধ রয়েছে টেকনাফ-সেন্টমার্টিন নৌযান চলাচলও।

আবহাওয়া বার্তা:
এদিকে বৃহস্পতিবার সকালে আবহাওয়ার ৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। এতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, যাতে স্বল্প সময়ের নোটিশে নিরাপদ আশ্রয়ে যেতে পারে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট