লোহাগাড়ায় পূজামণ্ডপ পরিদর্শনে শাহজাহান চৌধুরী
মুহাম্মদ ফরিদ উদ্দীন, সাতকানিয়া :
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া, পুটিবিলা, কলাউজান ও পদুয়া ইউনিয়নে গতকাল বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন লোহাগাড়া জামায়াতের আমির অধ্যাপক আহসানুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারি মাওলানা আ.ন. ম নোমান,
লোহাগাড়া পূজা পরিষদের প্রধান উপদেষ্টা বাবু সুনীল চৌধুরী, সভাপতি বাবু মিলন দাশ,সেক্রেটারি বাবু পলাশ দাশ,সাতকানিয়া পূজা উদযাপন পরিষদের সেক্রেটারি রাজীব কুমার নন্দী, বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমডি জুনায়েদ চৌধুরী, বড়হাতিয়া জামায়াতের আমির মাওলানা জসিম উদ্দিন, সাতকানিয়া জামায়াতের যুব বিষয়ক সম্পাদক মো. আইয়ুব আলী, বড়হাতিয়া নাথপাড়া পূজা কমিটির সভাপতি উজ্জ্বল কান্তি নাথ এবং সাতকানিয়া সাংবাদিক সমিতির সভাপতি শহীদুল ইসলাম বাবর।বিভিন্ন মণ্ডপে উপস্থিত ভক্তবৃন্দ ও স্থানীয় জনতার উদ্দেশে দেওয়া বক্তব্যে আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, “বাংলাদেশে সব ধর্ম-বর্ণের মানুষের মধ্যে চিরায়ত সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন বিদ্যমান। এ বন্ধন নষ্ট করার সকল ষড়যন্ত্র বরাবরের মতো ব্যর্থ হবে। শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বজায় রাখতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”