শরীয়তপুরে ওলামা দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) বিকালে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ বক্সের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
শরীয়তপুর জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা ছগির আহমদ ও সদস্য সচিব মাওলানা আফজাল হোসেন সরদারের নেতৃত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সদস্য ও সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক এডভোকেট এনামুল হক এনাম।
এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক মাওলানা মিজানুর রহমান, লিটন মীর মালত, সদর উপজেলার আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব হাফেজ মাওলানা ফেরদৌস, নড়িয়া আহবায়ক মাওলানা মনিরুজ্জামান, সদস্য সচিব জামাল বেপারী, জাজিরা আহ্বায়ক সেকান্দার মুন্সী, সদস্য সচিব হাফেজ আনোয়ার হোসেন মোড়ল, ওলামা দল নেতা হাফেজ মাওলানা ওয়ালী উল্যাহ, মাওলানা দলিল উদ্দিন, সিরাজ বেপারী, আনোয়ার খান, বাবুল খান, মুজিব হাওলাদার, আব্দুর রাজ্জাক, সুজন সহ জেলা, উপজেলা ও পৌরসভা ওলামা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।