চন্দনাইশে গাছবাড়িয়া খাঁনহাট এলাকায় ১ রাতেই ৫ দোকানে চুরি, বাজারে নাইটগার্ডসহ তিন চোর আটক
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া খাঁনহাট এলাকায় একই রাতে ৫টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। বেশ কয়েকটি দোকান থেকে নগদ টাকাসহ অন্যান্য জিনিসপত্র চুরি হয়েছে। একরাতে এতোগুলো দোকানে চুরির ঘটনায় আতঙ্কে রয়েছেন দোকান-মালিকরা। এই ঘটনায় তিন চোরকে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ আটক করেছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার।এই ঘটনায় স্বর্ণের দোকানের কারিগর রাজীব ধর বাদী হয়ে চন্দনাইশ থানায় চুরি মামলা দায়ের করেন।
আটকরা হলেন- বাজারে নাইটগার্ড চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড উত্তর হাশিমপুর সৈয়দাবাদ মৃত বদর রহমানের ছেলে মো: শাহ আলম (৪৫), একই এলাকার আবুল কালামের ছেলে মো: রাসেল (২৪) ও চন্দনাইশ পৌরসভার ২নং ওয়ার্ড চৌধুরী পাড়া এলাকার
করিম চৌধুরী মিন্টু এর ছেলে মো: সিফাত (১৯)।
পুলিশ ও ক্ষতিগ্রস্ত দোকানিরা জানান, ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ১২ টা থেকে ৪টার মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভার ৯নং ওয়ার্ড গাছবাড়িয়া খাঁনহাট এলাকায় বিভিন্ন মার্কেটে যথাক্রমে ফারুকী মার্কেটের স্বর্ণের কারিগর রাজীব ধরের দোকানে জুয়েলার্স ড্রয়ারে ভিতরে থাকা ১৭ ভরি রুপা ও ৫ আনা স্বর্ণ যার মূল্য ৭৯ হাজার টাকা, চৌধুরী কমপ্লেক্সে জনৈক রবিউল ইসলাম এর বিসমিল্লা স্টোর এর তালা ভেঙ্গে নগদ ২৮ হাজার ৫শত টাকা, জনৈক শহিদুল ইসলাম এর খান টেলিকম এন্ড মোবাইল সার্ভিসিং সেন্টার এর তালা ভেঙ্গে ৫টি মোবাইল ও অন্যান্য মোবাইল এক্সেসরিজ
যার মূল্য ১লক্ষ টাকা, জম জম ফার্মেসী গোডাউনের তালা ভেঙ্গে প্যাম্পাস ও নেবুলাইজার মেশিন যার মূল্য ২০ হাজার টাকা ও জনৈক আকেশ এর পান সুপারী দোকান থেকে অনুমান ৫০ হাজার টাকার মালামাল টাকার মালামাল চুরি হয়েছে।
খাঁনহাট বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু ছৈয়দ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দোকান চুরি ব্যাপারে জানার পর চন্দনাইশ থানা পুলিশকে জানানো হয়।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার জানান, ঘটনা জানার পরপরই ফোর্স পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত তিন চোরকে আটক করা হয়েছে। চুরি মামলায় তিন চোরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।