আজ ৩০ সেপ্টেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব ফারুক ই আজম, বীর প্রতীক শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে চট্টগ্রাম মহানগরীতে অবস্থিত বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি সার্বিক আইনশৃঙ্খলা ও ব্যবস্থাপনার খোঁজখবর নেন এবং পুণ্যার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। মহানগরীর পতেঙ্গা, কোতোয়ালী এবং পাঁচলাইশ এলাকায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখা এবং ঐক্য ধরে রাখার মাধ্যমে ভবিষ্যতের দিকে এগিয়ে যাবার প্রত্যাশা ব্যক্ত করেন।
পরিদর্শনকালে উপদেষ্টার সাথে উপস্থিত ছিলেন ড. মো: জিয়াউদ্দীন, কমিশনার, চট্টগ্রাম বিভাগ; জনাব মো: কামরুজ্জামান, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত), চট্টগ্রাম; আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।