শেখ হাসিনা প্রথম ও অন্তর্বর্তীকালীন সরকার দ্বিতীয় গজব,সাতকানিয়ায় ড. অলি।
মুহাম্মদ ফরিদ উদ্দীন, সাতকানিয়া:
লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি’র প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, “শেখ হাসিনা ছিল বাংলাদেশের প্রথম গজব। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হলো দ্বিতীয় গজব। ডক্টর ইউনুস দেশ চালাচ্ছেন নাকি ছেলে খেলা খেলছেন বুঝা মুশকিল। দেশ কিভাবে চলছে, কোথায় কে আন্দোলন করছে তার কোনো খবর তিনি রাখেন না।”
তিনি নিজেকে বর্তমান সময়ের বাংলাদেশের সবচেয়ে সিনিয়র রাজনীতিবিদ দাবী করে বলেন, “বাংলাদেশে আমার সমকক্ষ আর কেউ নেই। কারণ পাকিস্থান সেনাবাহিনীতে ক্যাপ্টেন থাকাবস্থায় আমিই সর্ব প্রথম বাংলাদেশের পক্ষে বিদ্রুোহ করেছিলাম। আমিই জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণার জন্য কালুরঘাট বেতার কেন্দ্রে নিয়ে গিয়েছিলাম। আমিই ক্যাপ্টেন থাকাবস্থায় খেতাব পেয়েছিলাম। অসাধারণ নেতৃত্ব হিসেবে আমার নাম ওয়ার্ল্ড এবং এশিয়ান হুজ হু’র তালিকায় লিপবদ্ধ রয়েছে।”
তিনি আরো বলেন, “বাংলাদেশে আজ ঘরে ঘরে রাজা। সবাই নেতা। কেউ কাউকে মানে না। বিগত ১৬ বছরে হাসিনার দুঃশাসনের সময় নীতি-নৈতিকতার চরম অবক্ষয় ঘটেছে।”
তিনি আরো বলেন, “আমি হাসিনাকে বহুবার সতর্ক করেছি। তাকে বলেছিলাম তোমাকে কাপড় চোপড় খোলে পালাতে হবে। হাসিনা আমার কথা শুনেনি। তাকে ঠিকই পালাতে হয়েছে।”
২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় কেরানিহাট হক টাওয়ার চত্বরে উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা এলডিপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা এলডিপির সভাপতি হোসেন উদ্দীন আহমদ ভুট্টোর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনিছুর রহমান সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন দলীয় প্রেসিডেন্টের পুত্র এবং দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক। বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি এম ইয়াকুব আলী। সম্মেলন উদ্বোধন করেন দক্ষিণ জেলা শাখার সেক্রেটারী, সাবেক ছাত্রনেতা গোলাম কিবরিয়া শিমুল। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ এজিএম শাহজাহান, সাতকানিয়া উপজেলা সভাপতি আলহাজ্ব মাহমুদুল হক চৌধুরী ও সেক্রেটারী জসিম উদ্দীন,কেঁওচিয়া এলডিপি সভাপতি নুরুন নবী, আমিরুজ্জান, দেলোয়ার হোসেন দেলু,কালিয়াইশ ইউনিয়ন এলডিপির সাধারণ সম্পাদক শাহ আলম কন্ডাকটর, রিয়াদ কামাল , প্রমূখ।
এছাড়াও জেলা, উপজেলা এবং স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ – সাতকানিয়া) সংসদীয় আসনভুক্ত সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া, বাজালিয়া, পুরানগড়, ধর্মপুর, কালিয়াইশ এবং খাগরিয়া ইউনিয়ন নিয়ে উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা শাখা নামে দলটির কার্যক্রম পরিচালিত হয়।