চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চন্দনাইশে কাভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে আহত ৬
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে মিনি কাভার্ড ভ্যান (যার নাম্বার – ঢাকা মেট্টো-ম-১৪-০৩০৭) ও নাম্বারবিহীন সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৬জন আহত হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার
হাশিমপুর খাঁন বটতল মেসার্স মাইশা এন্টারপ্রাইজ সংলগ্ন এলাকা এই দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত হলেন আনোয়ারা উপজেলার সিএনজি চালক আবদুল হাকিম (৪৫), মোঃ নেজাম উদ্দিন (৪০), সায়মা আক্তার সুমি(২৭), হাসান (১২), জান্নাতুল ফেরদৌস (৮), ওয়ারিয়া জান্নাত (৫)।
স্থানীয়রা জানান, মিনি কাভার্ড ভ্যান ও নাম্বারবিহীন সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৬জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দোহাজারী হাসপাতাল ও বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেন। দোহাজারী হাসপাতাল থেকে গুরুতর আহত অবস্থায় সিএনজি চালক আবদুল হাকিমকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবদুল্লাহ শাহরিয়ার মিশু বলেন, সড়ক দূর্ঘটনায় ৪জনকে হাসপাতালে আনা হয়। গুরুতর আহত অবস্থায় আবদুল হাকিম নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার
সার্জেন্ট জিয়া উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মিনি কাভার্ড ভ্যান ও নাম্বারবিহীন সিএনজিচালিত অটোরিকশা দোহাজারী হাইওয়ে থানায় আটক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।