লোহাগাড়ার আধুনগরের ব্যবসায়ী শাহ আলম হত্যার মূল আসামী খুনী লাবলু গ্রেফতার
চট্টগ্রামের লোহাগাড়ায় আধুনগরের লেপতোষক ব্যবসায়ী শাহ আলম হত্যা মামলার মূল আসামী খুনী লাভলু(৫০) কে আটক করেছে থানা পুলিশ।
গতকাল দিবাগত রাত সাড়ে ৩টার দিকে লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমানের নেতৃত্বে এসআই মাঈনুদ্দিন ও সঙ্গীয় পুলিশ ফোর্সদের সাথে নিয়ে চন্দনাইশের দোহাজারী দেওয়ানহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত লাভলু উপজেলার আধুনগর ঘটিয়ার পাড়া এলাকার মৃত মোজাহের আহমদের পুত্র।
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আধুনগরের ঘটিয়ার পাড়ায় সীমানা বিরোধকে কেন্দ্র করে চাচাত ভাই লাভলুর কোদালের কোপে জেঠাতো ভাই শাহ আলম সওদাগর নিহত হন।