বাঁশখালী থানাধীন পূর্ব গুণাগরি নাথপাড়া পার্বতী প্রতিমালয় পরিদর্শন করলেন পুলিশ সুপার।
মুহাম্মদ ফরিদ উদ্দীন চট্টগ্রাম অফিস :
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মো: সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার আজ বাঁশখালী থানার কালিপুর ইউনিয়নের ০১নম্বর ওয়ার্ডে অবস্থিত পূর্ব গুণাগরি নাথপাড়া পার্বতী প্রতিমালয় পরিদর্শন করেন।
তিনি আসন্ন শারদীয় দুর্গাপূজার জন্য প্রতিমা নির্মাণের অগ্রগতি, নিরাপত্তা ব্যবস্থা, ফোর্স উপস্থিতি ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি পর্যালোচনা করেন। সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেন এবং পালাক্রমে স্বেচ্ছাসেবকদের পাহারা দেবার জন্যে জোড়ালোভাবে বলেন।
তিনি আনোয়ারা সার্কেল অফিসার, অফিসার ইনচার্জ ও দায়িত্বরত পুলিশ সদস্যদের সতর্ক ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পুলিশ সুপার বলেন—
“দুর্গা প্রতিমা নির্মাণের সময় নিরাপত্তা নিশ্চিত করতে হবে যাতে কোন দুষ্কৃতিকারী সুযোগ গ্রহণ করতে না পারে। এ জন্যে জনসাধারণকে সম্পৃক্ত করে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে বজায় রাখতে হবে।”
তিনি পরিদর্শনে উপস্থিত প্রতিমা কারিগর, স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেন। পুজা উদযাপন পরিষদের সদস্য ও দায়িত্বরত পুলিশ সদস্যগন পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা অনুযায়ী নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করার অঙ্গীকার করেন।