চন্দনাইশ মানবিক টিমের সদস্যরা পুলিশের উপস্থিতিতে শঙ্খনদীতে ভেসে আসা লাশটি উদ্ধার করে।
নিজস্ব প্রতিবেদক।
গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলা শাখার প্রধান আল্লামা সোলাইমান ফারুকীর নেতৃত্বে দোহাজারী পৌরসভা ও চন্দনাইশ পৌরসভা কমিটির সমন্বয়ে একটি সামাজিক মানবিক উদ্যোগ সম্পন্ন হয়েছে।
রবিবার (১৪/৯/২০২৫) সাংগু নদীতে ভেসে আসা একটি বেওয়ারিশ লাশ উদ্ধার করে যথাযথ প্রক্রিয়ায় চন্দনাইশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় গাউসিয়া কমিটির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে পুরো কার্যক্রমে সহযোগিতা করেন।
গাউসিয়া কমিটির দায়িত্বশীলরা জানান, সমাজে মানবিক মূল্যবোধ ধরে রাখা ও অসহায় লাশের যথাযথ দাফন-কাফনের ব্যবস্থা নিশ্চিত করতে তারা সবসময় বদ্ধপরিকর।
চন্দনাইশ থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।
মানবিক কাজে এগিয়ে আসা গাউসিয়া কমিটির এই উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।