ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কালিয়াইশের কৃতি সন্তান সলিমুল্লাহ মুসলিম হল সংসদের সদস্য পদে নির্বাচিত হয়েছেন। তাঁর এই নির্বাচিত হওয়া কালিয়াইশবাসীসহ বৃহত্তর অঞ্চলের মানুষের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি করেছে।
ছাত্রজীবনের শুরু থেকেই তিনি মেধা, সততা ও নেতৃত্বের গুণাবলি দিয়ে সবার আস্থা অর্জন করেছেন। নির্বাচনে বিপুল সমর্থন পেয়ে তিনি প্রমাণ করেছেন, ছাত্রসমাজের আস্থা ও ভালোবাসা অর্জনে সৎ প্রচেষ্টা ও নিষ্ঠাই মূল হাতিয়ার।
স্থানীয় বিশিষ্টজনেরা বলেন, এ অর্জন শুধু ব্যক্তিগত নয়; এটি কালিয়াইশ তথা দক্ষিণ চট্টগ্রামের জন্যও এক গৌরবের বিষয়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি ছাত্রসমাজের কল্যাণে কাজ করে যাবেন এবং দেশের নেতৃত্বের আসনে নিজেকে প্রতিষ্ঠিত করবেন।
উল্লেখ্য, সলিমুল্লাহ মুসলিম সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম ঐতিহ্যবাহী হল সংসদ, যেখানে নেতৃত্ব অর্জনকে ছাত্রজীবনের বিশেষ সাফল্য হিসেবে দেখা হয়।