সাতকানিয়ায় ভূমি জবর দখলের প্রতিবাদে মানববন্ধন
মুহাম্মদ ফরিদ উদ্দীন নিজস্ব প্রতিবেদক।
নিজস্ব প্রতিবেদক : সাতকানিয়ার নলুয়ায় জোরপূর্বক অন্যায়ভাবে ভূমি জবর দখলের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ভুক্তভোগী মহল ও এলাকাবাসী।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকালে নলুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আওতাধীন মরফলা বাজারের পশ্চিমে হারাধন মেম্বারের বাড়ির পাশে এ কর্মসূচী পালিত হয়। এতে সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মিলন দাশ এবং তার ভাই সুব্রত দাশকে ভূমিদস্যু আখ্যা দিয়ে তাদেরকে আইনের আওতায় আনার দাবী জানিয়ে গণমাধ্যমের উদ্দেশ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম কলেজের সাবেক ভাইস-প্রিন্সিপ্যাল প্রফেসর অজিত কুমার দাশের ছোট ভাই সুধীর দাশ ও মন্টু দাশ, হারাধন মেম্বারের পুত্র অমল কান্তি দাশ, স্থানীয় সুধীর দাশ, অমল দাশ, রণি দাশ, স্বপ্না দাশ, রীনা দাশ, স্বরস্বতী দাশ, কলি দাশ প্রমূখ।
তারা বলেন, "স্থানীয় পুলেন বিহারী দাশের দুই পুত্র ভূমিদস্যু ও আওয়ামী ডেভিল মিলন দাশ ও সুব্রত দাশ মিলে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় ক্যাডার বাহিনী ও ভাড়াটে সন্ত্রাসী গ্রুপের সহায়তায় আমাদের এক একরের অধিক জায়গা জোরপূর্বক দখল করে নেয়। তারা আমাদের ভিটার প্রায় দশ লাখ টাকার গাছ লুট করে নেয়। এমনকি তারা শ্মশ্বানের জায়গাও দখল করে নেয়। আমাদের বাড়ি-ঘর পর্যন্ত রক্ষা পায়নি। তাদের সন্ত্রাসী হামলায় আমাদের অনেকেই বেশ কয়েকবার মারাত্মকভাবে আহত হয়েছে। এখন আমরা নিজেদের জায়গায় বাড়ী নির্মাণের উদ্যোগ নিলে তারা প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে।"
অত্র ওয়ার্ডের সাবেক মেম্বার আবু তাহের এবং নির্মল কান্তি দাশ মানববন্ধনস্থলে এসে বলেন, "কারো জায়গা জোরপূর্বক দখল করা চরম অন্যায়। রেকর্ড মোতাবেক যার জায়গা তাকে ফিরিয়ে দিতে হবে। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের বহু চেষ্টা করা হয়েছে। রক্তক্ষয়ী সংঘাত এড়াতে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।"
এ বিষয়ে বুধবার একটি লিখিত অভিযোগ সাতকানিয়া থানায় দায়ের করা হয়েছে বলে জানা গেছে। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এস আই বেলাল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, "বিষয়টি তদন্ত করছি। এ ব্যাপারে যথাযথ আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।"