সিএমপি'র বাকলিয়া থানাধীন বগারবিলে হত্যাকান্ড ঘটনার ০৮ ঘন্টার মধ্যে সরাসরি জড়িত ০২ জন আসামী গ্রেফতার
গত ০৭/০৯/২০২৫ইং তারিখ সন্ধ্যা অনুমান ০৬.৩০ ঘটিকার সময় বাকলিয়া থানাধীন শান্তিনগর বগারবিলস্থ বলাকা আবাসিকের মুখে সাজন মিয়ার গ্যারেজের সামনে ভিকটিম মোঃ সাজন মিয়া (৪৭), পিতা-এনায়েত মিয়া, মাতা-রাবেয়া খাতুন, সাং-ভাতশালা, ১নং ওয়ার্ড, কাস্তুল ইউপি, থানা-অষ্টগ্রাম, জেলা-কিশোরগঞ্জ, বর্তমানে-শান্তিনগর, বগারবিল, নুরুর বিল্ডিং, নিচতলা, মাঝের ঘর, থানা-চকবাজার, জেলা-চট্টগ্রাম এনআইডি নং-৫৫৩০৩৯৮৬৪২ কে হত্যা করে দূর্বৃত্তরা পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানার একটি চৌকস আভিযানিক টিম রাত ০২.০০ ঘটিকার সময় চান্দগাঁও থানাধীন মোহরা এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকান্ডে সরাসরি অংশ গ্রহনকারী আসামী ১। আবু কালাম (৩৬), পিতা-মোঃ লায়েচ মিয়া, মাতা- আয়েশা খাতুন, সাং-ভাতশালা, থানা- অষ্টগ্রাম, জেলা- কিশোরগঞ্জ ও ২। মোঃ বায়েজিদ রহমান (২৭) পিতা-মোঃ জিল্লুর রহমান, মাতা-মোছাঃ সাবিহা বেগম প্রঃ সাফিয়া বেগম, সাং-আব্দুল্লাহপুর, শামসুদ্দিন এর বাড়ি, থানা-অষ্টগ্রাম, জেলা-কিশোরগঞ্জ, উভয় বর্তমান- শান্তিনগর বগারবিল, থানা-বাকলিয়া,
জেলা-চট্টগ্রামদ্বয়কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মোঃ বায়েজিদ রহমান স্বীকার করে যে, সে নিজেই ভিকটিমকে চুরিকাঘাত করেছে। উপরোক্ত বিষয়ে বাকলিয়া থানা মামলা রুজু প্রক্রিয়াধীন। হত্যাকান্ডে জড়িত অন্যান্য আসামী গ্রেফতারে অভিযান চলমান আছে।