জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন দোহাজারী শাখার উদ্যোগে আলোচনা সভা
সাতকানিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি
চট্টগ্রামের দোহাজারীতে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন দোহাজারী শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে এ সভা স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় চট্টগ্রাম উত্তর–দক্ষিণ শাখার সভাপতি মোঃ এজাজ উদ্দীন চৌধুরী সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক আমির হোসেন সঞ্চালনা করেন।
আলোচনা সভায় বক্তারা বিদ্যুৎ শ্রমিক ও কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়, কর্মক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি, বিদ্যুৎ খাতের উন্নয়ন ও সেবার মান বাড়ানোর বিষয়ে নানা দিকনির্দেশনা প্রদান করেন। তারা সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে কর্মীদের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন নজরুল ইসলাম,হুমায়ুন, আজিজ,আলম,ইমাম,জলিল,ফয়েজ, দোহাজারী বিদ্যুৎ সরবরাহের ফোরম্যান জনাব রমিজ আহমদ, পিচ রেইট ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আমির হোসেন সহ ইউনিয়নের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ ও দোহাজারী শাখার সদস্যবৃন্দ।