1. info@chittagongtopnews.online : চট্টগ্রাম শীর্ষ নিউজ : চট্টগ্রাম শীর্ষ নিউজ
  2. info@www.chittagongtopnews.online : চট্টগ্রাম শীর্ষ নিউজ :
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশের অভিযানে এক লক্ষ পিস ইয়াবা টেবলেট ও একটি প্রাইভেটকার ও মোবাইল উদ্ধার। চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনের চট্টগ্রাম শহরে অবস্থানরত জনশক্তিদের নিয়ে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত সাতকানিয়া থানা পুলিশের চৌকস দল ৪ ঘন্টায় পিতা হত্যার আসামি পুত্র রিয়াদকে আটক করে। সাতকানিয়ায় পুত্রের হাতে পিতা খুন সাতকানিয়ায় অভিন্ন কৌশলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বাঁচতে গিয়ে নিজে পুলিশের ফাঁদে আটক। চট্টগ্রামের হালিশহরে এলোপাতাড়ি ছুরিকাঘাতে যুবক নিহত। চন্দনাইশে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি নিয়ে চাচার বিরুদ্ধে ভাতিজার অভিযোগ সাতকানিয়ার নলুয়া ইউনিয়নে জায়গা দখলের অপচেষ্টা ও মামলা তুলে নিতে হুমকি, প্রতিবাদে সংবাদ সম্মেলন সাতকানিয়ায় এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পৌর বৃত্তি প্রদান। লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে নকল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তৈরির সঙ্গে জড়িত ৩ জন প্রতারক গ্রেফতার ও আলামত উদ্ধার

সাতকানিয়ায় জায়গায় দখলে বাঁধা প্রতিপক্ষের দায়ের কোপে নুরুল কবির নিহত।

  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

সাতকানিয়ায় জায়গায় দখলে বাঁধা প্রতিপক্ষের দায়ের কোপে নুরুল কবির নিহত।

সাতকানিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়ায় বাউন্ডারি ওয়াল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের জের ধরে ধারালো অস্ত্রের আঘাতে নুরুল কবির (৪০) নামে এক টমটম চালককে কুপিয়ে হত্যা করে।

ঘটনাটি শনিবার (৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার এওচিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছড়ারকুল সুয়ার বাপের বাড়ি এলাকার। নিহত নুরুল কবির ওই এলাকার মৃত আমির আলীর ছেলে। তিনি দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জনক।

উক্ত ঘটনায় আহত হয়েছেন এক মহিলাসহ আরো চার জন। আহতরা হলেন, নিহতের ভাই জানে আলম (৩০), মো. আলম (২৫), মো. আবছার (৩৫) এবং মা মমতাজ বেগম (৫৮)।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এওচিয়া ইউনিয়নের ছড়ারকুল এলাকার আব্দুল মজিদ ও তার ছেলেরা নুরুল কবিরদের বাড়ির পাশে বাউন্ডারি ওয়াল নির্মাণের চেষ্টা করছিলেন। এতে বাধা হয়ে দাঁড়ায় নুরুল কবিরদের ব্যবহৃত টয়লেট। এ নিয়ে আগে থেকেই দুই পক্ষের বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে নুরুল কবির গত ৩১ আগস্ট থানায় অভিযোগও করেছিলেন।

গতকাল শনিবার বিকেলে একই জায়গায় আবারও বাউন্ডারি ওয়াল নির্মাণ করতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় আব্দুল মজিদ ও তার ছেলেরা ধারালো দা দিয়ে নুরুল কবিরকে কুপিয়ে গুরুতর আহত করে। তাকে বাঁচাতে গেলে মা ও ভাইদেরও কুপিয়ে জখম করা হয় বলে অভিযোগ করেছে পরিবার।

পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে নুরুল কবিরের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। চমেক হাসপাতালেই ৮ ঘন্টা পর চিকিৎসাধীন অবস্থায় নুরুল কবির মৃত্যুবরণ করে।

নিহত নুরুল কবিরের মা মমতাজ বেগম অভিযোগ করে বলেন, ‘আমাদের চলাচলের রাস্তা বন্ধ করে বাউন্ডারি নির্মাণ করতে চাইলে বাধা দিলে মজিদ ও তার ছেলেরা আমাদের উপর হামলা চালায়। দা দিয়ে আমার ছেলের মাথায় আঘাত করা হয়েছে, অন্যদেরও মারধর করা হয়েছে। রাতেই আমার ছেলে নুরুল কবির মৃত্যুবরণ করে।

এদিকে অভিযুক্ত আবদুল মজিদের ছেলে শহিদুল ইসলামের ব্যবহৃত মোবাইল (০১৮১৩-৬৯৫৯০৫) নাম্বারে একাধিকবার কল করেও সংযোগ পাওয়া যায়নি।

উপজেলার এওচিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মনোয়ারা বেগম জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে নুরুল কবির নামের এক ব্যক্তি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যস্ততার কারণে এখনো পর্যন্ত স্পটে যেতে পারিনি।

যোগাযোগ করা হলে সাতকানিয়া থানার ওসি (তদন্ত) সুদীপ্ত রেজা জয়ন্ত জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে নুরুল কবির নামের এক ব্যাক্তি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট