সিএমপি’র সার্বিক নিরাপত্তায় নির্বিঘ্নে উদযাপিত হলো জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সাঃ)।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট কর্তৃক আয়োজিত জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সাঃ)।
আজ ৬ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. পবিত্র ১২ ই রবিউল আউয়াল, জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সাঃ) সকাল ১০:০০ ঘটিকায় নগরীর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা হতে বের হয়ে মুরাদপুর, ০২ নং গেট, জিইসি মোড় প্রদক্ষিণ করে পুনরায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা গিয়ে শেষ হয়। এছাড়াও নগরী বিভিন্ন এলাকা থেকে আগত জশনে জুলুস নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
উক্ত জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ছিলো পুরো এলাকায়। যে কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মোতায়েন ছিল বিপুল সংখ্যক সিএমপি’র বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্য। এছাড়াও শহরের বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা এবং ড্রোন ক্যামেরা মাধ্যমে তৈরি করা হয়েছিল সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা।