দোহাজারী পৌরসভায় ৩১ দফার সমর্থনে কেন্দ্রীয় বিএনপি নেতা ড. মহসিন জিল্লুর করিমের গণসংযোগ ও পথসভা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের সমর্থনে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৪ আসনের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক প্রফেসর ডা. মহসিন জিল্লুর করিমের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়
এ উপলক্ষে গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে দোহাজারী পৌরসভা সদরস্থ বারুদখানা হয়ে পৌরসভার চাগাচর এলাকা থেকে গণসংযোগ শুরু হয়ে বোটঘাটা, বারুদখানা, চাগাচর আস্তানা শরিফ, যোগীপাড়া, পালপাড়া, চৌধুরী পাড়া, পুকুর ভাঙা এলাকা পর্যন্ত গিয়ে শেষ হয়।
এর আগে হাজারী শপিং সেন্টারের সামনে দোহাজারী পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এডভোকেট সাদ্দাম হোসেন নিরবের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির পরিকল্পনা বিষয়ক সম্পাদক প্রফেসর ডা. মহসিন জিল্লুর করিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে চট্টগ্রাম-১৪ আসনে ইপিজেড প্রতিষ্ঠার মাধ্যমে এলাকার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান করা হবে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় থেকে আট লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে শঙ্খ নদীর নাব্যতা বৃদ্ধির মাধ্যমে নৌপথে কম খরচে পণ্য পরিবহনের ব্যবস্থা করা হবে। দোহাজারী হাসপাতালকে ৩১ শয্যা থেকে আড়াইশ শয্যায় উন্নীত করার পদক্ষেপ নেওয়া হবে।
গাছবাড়ীয়া সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরের পদক্ষেপ নেওয়া হবে। ৩১ দফা বাস্তবায়নের জন্য আগামী নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ্ব মোকতার আহমদ, দোহাজারী পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক নুর মোহাম্মদ, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, দেলোয়ার হোসেন দিলু, নিয়াজুর রহমান, এমরান হোসেন, মহিউদ্দিন, হাবিব, মো. বেলাল, সাত্তার, মিজান, রাজু, মোস্তাক, তৌহিদুল ইসলাম বাপ্পী, সম্রাট, আফসার, ফাহিম, নেজাম সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।