সাতকানিয়ায় যৌথ বাহিনীর অভিযানে এক মাদক কারবারীকে আটক।
মুহাম্মদ ফরিদ উদ্দীন, নিজস্ব প্রতিবেদক:
বুধবার (৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে এগারোটায় সাতকানিয়া উপজেলার বাজালিয়া হতে কারবারী সমীরণ দাশ (৬৫) কে আটক করে যৌথ বাহিনী। অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ শামীম পারভেজ।
আটককৃত সমীরণ দাশ (৬৫) বাজালিয়া ইউনিয়নের কুমার পাড়ার মৃত মনমোহন দাশের পুত্র।
আটকের সময় তার কাছে ৭ লিটার বাংলা মদ, ১৫ গ্রাম গাজা, ৪ পিস ইয়াবা, নগদ ৪৪২৯৭ টাকা, ৪ লক্ষ টাকার ১টি ও ২ লক্ষ টাকার ১টি চেক এবং ১ টি অ্যান্ড্রয়েড মোবাইল পাওয়া গেছে বলে সাতকানিয়া আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে।
সূত্র আরো জানায়, আটককৃতকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ০০৩০ ঘটিকায় সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, বর্তমানে মাদকবিরোধী চোরা- কারবার প্রতিরোধে সাতকানিয়া আর্মি ক্যাম্প কর্তৃক প্রতিরাতে একবার চট্টগ্রাম – কক্সবাজার হাইওয়ে রোডে ভ্রাম্যমান অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলেও ক্যাম্প সূত্র নিশ্চিত করেছে।