সাতকানিয়ায় আবাবিল গ্রুপের বৃক্ষরোপণ কর্মসূচি পালন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরনীহাট এলাকা সবুজ বনায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ করেছে আবাবিল গ্রুপ নামে একটি সমাজসেবী সংগঠন।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কেরনীহাটের গোল চত্বরে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়
এ সময় উপস্থিত ছিলেন, কেঁওচিয়া ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মহসিন, ছদাহা ইউপি সদস্য মো. তৌহিদুল ইসলাম ও সমাজসেবী সংগঠন আবাবিল গ্রুপের নেতৃবৃন্দ।
উপস্থিত নেতৃবৃন্দ বলেন, আবাবিল গ্রুপ সাতকানিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসায় দীর্ঘদিন যাবৎ সেবামূলক কাজ করে যাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যহত থাকবে।
এতে আরও উপস্থিত ছিলেন, আবাবিল গ্রুপের কর্ণধার মো. জসিম উদ্দিন, ইমরান জনি, মো. সেলিম উদ্দিন, মো. রায়হান, মো. আহসান, মো. জাহেদুল ইসলাম ও মো: রাকিবসহ সংগঠনের প্রায় ১০০ থেকে ১৫০ জন সদস্য।
প্রেস বিজ্ঞপ্তি