“সাদিক কাইয়ুম-ফরহাদ পরিষদের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় হবে আরও শক্তিশালী”
বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার, চট্টগ্রামের কৃতি সন্তান আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, ডাকসুর নির্বাচনে সাদিক কাইয়ুম ও এস এম ফরহাদ পরিষদ নির্বাচিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও বেশি সুদৃঢ় অবস্থান নিতে সক্ষম হবে। কারণ শিক্ষা পরিবেশ টিকিয়ে রাখতে সৎ, মেধাবী ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই।
তিনি বলেন, “আলহামদুলিল্লাহ সাদিক কাইয়ুম ও এস এম ফরহাদ প্যানেল সব যোগ্যতা নিয়ে মাঠে নেমেছে। আঞ্চলিকতার প্রশ্ন নয়, দেশ ও জাতির কল্যাণে শিক্ষার্থীরাই তাদের বিজয়ী করবে বলে আমি আশাবাদী।”
গতকাল বুধবার বিকালে ঢাকাস্থ চট্টগ্রামবাসীর আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর চট্টগ্রাম সমিতির অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মুসা খান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান, বিশিষ্ট রাজনীতিবিদ ও ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির নেতা এম এ হাশেম রাজু, মোহাম্মদ মুবিনুল ইসলাম, নাসির উদ্দিন মিজান, মো. নাসির উদ্দিন, হেলাল উদ্দিন মোহাম্মদ নোমান, মো. হাবিবুল্লাহ, আজিজুল হক ও দেলোয়ার হোসেন।