হযরত বন্দী শাহ্ (রহ.) সুন্নিয়া তাহফিজুল কোরআন নূরানী মাদ্রাসা ও মুহাম্মদখালী জামে মসজিদের যৌথ উদ্যোগে
সাতবাড়িয়াতে পবিত্র জশনে জুলুসে ঈদ-মিলাদুন্নবী(দ:) উদযাপন
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের হযরত বন্দী শাহ্ (রহ.) সুন্নিয়া তাহফিজুল কোরআন নূরানী মাদ্রাসা ও মুহাম্মদখালী জামে মসজিদের যৌথ উদ্যোগে
সাতবাড়িয়াতে পবিত্র জশনে জুলুসে ঈদ-মিলাদুন্নবী(দ:) উদযাপন উপলক্ষে এতে সাবিক সহযোগিতা করেন জলিল বকসু মলিকা খাতুন পরিবার জেবল মুলুকে, খুইল্লা মিয়া হাজী, ইয়াকুব আলী মফজল আহমদ, এলাকাবাসী এবং প্রবাসীদের সার্বিক ব্যবস্থাপনায় বর্ণাঢ্য স্বাগত র্যালি ও
‘জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’ ঈদে মিলাদুন্নবী ( সঃ) অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে মাদ্রাসা থেকে শুরু হয়ে সাতবাড়িয়া এলাকায় প্রদক্ষিণ হয়ে সাতবাড়িয়া মাদ্রাসা মাঠে সংক্ষিপ্ত আলোচনা শেষে পুনরায় মাদ্রাসায় এসে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মাওলানা রমিজ আহমেদ ছমদী,অধ্যক্ষ মাওলানা মাহামুদুর হক, মাওলানা সাইফুল্লাহ, মাওলানা সরফত উদ্দিন, মোহাম্মদ হারুনুর রশিদ, মাওলানা আবু ছৈয়দ, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আবদুল করিম,অত্র মাদ্রাসার সভাপতি মোহাম্মদ হোসাইন, সাবেক সভাপতি সেলিম উদ্দিন সওদাগর। মসজিদ কমিটির সহ- সভাপতি মোহাম্মদ ইলিয়াস সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে
মিলাদ-ক্বিয়াম, দোয়া-মোনাজাত ও তাবারুক বিতরণ করা হয়।