মুহাম্মদ ফরিদ উদ্দীন, সাতকানিয়া :
চট্টগ্রামের সাতকানিয়ায় সাপে কাটা রোগীদের চিকিৎসায় সহায়তার জন্য পৌরসভার পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ ভায়াল এন্টিভেনম ইনজেকশন কেনার জন্য প্রয়োজনীয় অর্থ প্রদান করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) এ অর্থ আনুষ্ঠানিকভাবে তুলে দেন সাতকানিয়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান।
স্থানীয় সূত্র জানায়, সাতকানিয়ার বিভিন্ন গ্রামীণ এলাকায় এখনো সাপের উপদ্রব রয়েছে। প্রতি বছর বর্ষা মৌসুমে সাপে কামড়ানোর ঘটনা বেড়ে যায়। কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনম না থাকায় অনেক রোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে হতো। এতে জীবন ঝুঁকি বাড়তো এবং দরিদ্র রোগীদের চিকিৎসা ব্যয় বহন করাও কঠিন হয়ে যেত।
এ পরিস্থিতি বিবেচনায় পৌরসভার পক্ষ থেকে অর্থ বরাদ্দের এ সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক বলেন, সাপে কাটা রোগীর চিকিৎসায় এন্টিভেনমই সবচেয়ে কার্যকর ওষুধ। কিন্তু সরবরাহ সংকটের কারণে আমরা অনেক সময় রোগীকে বাইরে রেফার করতে বাধ্য হই। এবার নতুন বরাদ্দে কিছুটা স্বস্তি আসবে।
পৌর প্রশাসক ও ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, প্রত্যেক নাগরিকের জরুরি চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে। সাপে কেটে যাতে কোনো মানুষ অবহেলায় মারা না যায়, সে লক্ষ্যেই আমরা এ পদক্ষেপ নিয়েছি।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকলে সাধারণ মানুষ উপকৃত হবে।