কেরানীহাট বান্দরবান সড়কে পাশে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা
সাতকানিয়া প্রতিনিধি :
সাতকানিয়া কেরানূহাট বান্দরবান সড়কে, সড়ক বিভাগের জায়গা দখল করে পশ্চিম বাজালিয়া বুড়ির দোকান নামক স্থানে - কেরানিহাট বান্দরবান সড়ক ও মৌলভী দোকানের ধর্মপুর হয়ে বুড়ির দোকান এসে বান্দরবান সড়কের সাথে চারটি সড়ক যুক্ত হয়। উক্ত স্থানে সড়কের পাশে গড়ে উঠেছে দোকান এতে করে দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ জনগণের।
এমত অবস্থায় উক্ত বুড়ির দোকান নামক স্থানে সড়ক বিভাগের জায়গার সড়কের উপর অবৈধভাবে দোকান গড়ে তুলেন স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তি। যার কারণে কেরানিহাট - বান্দরবান ও মৌলভী দোকান হয়ে বুড়ির দোকান সড়কের যানবাহন যাতায়াতের ব্যাপক সমস্যা ও দুর্ঘটনা শিকার হচ্ছে।
দোকান টি রমজান মাসে অস্থায়ী ভাবে করলো পরে পাকাপোক্ত ভাবে সড়কের জায়গার উপর গড়ে তুলে।
এতে করে গাড়ি রানিং করা এবং ধর্মপুর কালিয়াইশ সড়কে গাড়ি যাতায়াতের বড় ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। স্থানীয়রা বার বার দোকানটি সরানোর অনুরোধ করলো। কোন কাজ হয়নি। এলাকা বাসীর দাবী দোকানটি উচ্ছেদ করে। যাতায়াতের সড়কটি উক্তমুক্ত করে জরুরি। উক্ত বিষয়ে এলাকাবাসী প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।