সাতকানিয়া থানা পুলিশের অভিযানে ৮০ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার,কভার্ডভ্যান জব্দ।
মুহাম্মদ ফরিদ উদ্দীন, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।
চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় ৮০ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ইয়াবা বহনকারী কাভার্ডভ্যানও জব্দ করা হয়।
বুধবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৬ টার দিকে সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের খুনী বটতল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর অভিযান চালিয়ে তাদের ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকরা হল- গাজীপুর জেলার টঙ্গী থানার এরশাদনগর এলাকার ইউসুফ মাঝির ছেলে মোহাম্মদ হাসান (২৭) এবং চাপাইনবাবগঞ্জ জেলার এনায়েতপুর ইউনিয়নের দায়মপুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে আব্দুল কুদ্দুছ (৩০)।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. জাহেদুল ইসলাম জানান, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে ৮০ হাজার ইয়াবাসহ দু’জন মাদককারবারীকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা।